অভিযুক্তদের পাকড়াও করতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রতীকী ছবি।
আরজেডি নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল বিহারের রোহতাস জেলায়। নিহত নেতার নাম বিজেন্দ্র যাদব।
সংবাদ সংস্থা জানাচ্ছে, শনিবার কৃষিকাজের জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ওই আরজেডি নেতা। সে সময়ই কারঘরে নিমডিহারা রাস্তায় বাইকে করে ছয় যুবক এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। পুরনো শত্রুতার জেরে খুন করা হয়েছে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।
আততায়ীদের ছোড়া গুলিতে জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজেন্দ্রের। তাঁর দেহে দুটি গুলি লাগে। একটি গুলি লেগেছে ওই নেতার মাথায়। অন্য গুলিটি লেগেছে ঘাড়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অতীতেও বিজেন্দ্রের উপর হামলা চালানোর চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি বিহারে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বিজেপির সঙ্গ ছেড়ে আবারও আরজেডি, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে মহাজোটে শামিল হয়েছে নীতীশ কুমারের জেডিইউ। নতুন সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই বিহারে যে ভাবে রাজনৈতিক নেতাকে খুনের অভিযোগ উঠল, তা ঘিরে সে রাজ্যের রাজনীতিতে উত্তাপ ছড়াল বলেই মনে করা হচ্ছে।