Tukde-Tukde Gang

শাবানা, জাভেদের মতো ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর লোক তিনিও, বিজেপিকে কটাক্ষ করে দাবি চিদম্বরমের

চিদম্বরম জানান, অতীতে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর বিষয়ে কোনও তথ্যই দিতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অথচ, বিজেপি নেতারা তার পরেও এই লব্জটি প্রায়ই ব্যবহার করেন বলে অভিযোগ তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২ ১২:২০
Share:

পি চিদম্বরম - ফাইল চিত্র।

সম্প্রতি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র মন্তব্য করেছিলেন যে, শাবানা আজমি, জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহ হলেন ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর ‘স্লিপার সেল’ বা গোপন সদস্য। এই প্রসঙ্গে মুখ খুলে রবিবার কংগ্রেস নেতা পি চিদম্বরম জানালেন, নরোত্তম মিশ্র তাঁর নাম নিতে ভুলে গিয়েছেন। দেশের প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের দাবি, আসলে তিনিও ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর ‘স্লিপার সেল’।

Advertisement

বর্ষীয়ান এই কংগ্রেস নেতা রবিবার বলেন, “আমি সংসদে দাঁড়িয়েই বলেছিলাম আমি ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর সদস্য।” একই সঙ্গে মধ্যপ্রদেশের ওই বিজেপি নেতা তথা মন্ত্রীকে কটাক্ষ করে চিদম্বরম বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে যে খবর নেই, সে খবর পেয়ে যাচ্ছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমার মনে হয় নরোত্তম মিশ্রকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী করে দেওয়া উচিত।” চিদম্বরম জানান, অতীতে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর বিষয়ে কোনও তথ্যই দিতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অথচ, বিজেপি নেতারা তার পরেও এই লব্জটি প্রায়ই ব্যবহার করে থাকেন বলে অভিযোগ করেছেন তিনি।

কিছু দিন আগেই একটি টেলিভিশন সাক্ষাৎকারে বিলকিস বানো গণধর্ষণ-কাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনের মুক্তির প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাবানা আজমি। শাবানা জানান, এই বিষয়ে বলার মতো কোনও শব্দই তিনি খুঁজে পাচ্ছেন না। একই সঙ্গে শাবানা প্রশ্ন তোলেন, “এই ঘটনার পরে দেশে নিরাপত্তাহীনতায় ভোগা মেয়েরা, ধর্ষণের হুমকি পাওয়া মেয়েরা কী আশা করবেন? আমরা আমাদের সন্তান, নাতিনাতনিদের কী জবাব দেব? বিলকিসকেই বা আমরা কী উত্তর দেব?” গোটা ঘটনায় তিনি লজ্জিত বলেও জানান জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

Advertisement

শাবানাকে কটাক্ষ করে নরোত্তম বলেছিলেন, “রাজস্থানে কানহাইয়া লালকে গলা কেটে হত্যা করলে কিংবা ঝাড়খণ্ডে আমাদের বোনকে আগুনে পুড়িয়ে মারলে তাঁরা চুপ করে থাকেন। কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলিতে কিছু হলেই তাঁরা প্রতিবাদে সরব হন।” শাবানা আজমি, জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহকে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর সদস্য বলে অভিহিত করে মন্ত্রী দাবি করেন তাঁদের স্বরূপ মানুষ চিনতে পেরে গিয়েছে।

প্রসঙ্গত, এর আগেও নানা বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছেন নরোত্তম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement