গ্রাফিক: শৌভিক দেবনাথ।
ঋণের চাপ থেকে মধ্যবিত্ত নাগরিকদের রেহাই দিতে সক্রিয়তা বজায় রাখল ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। টানা ন’বার অপরিবর্তিত রাখা হল রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)। অর্থাৎ, আগের মতো রেপো রেট ৬.৫ শতাংশই থাকছে।
কোনও বদল হয়নি রিভার্স রেপো রেট (যে হারের সুদে বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের কাছ থেকে টাকা ধার নেয় রিজ়ার্ভ ব্যাঙ্ক)-এও। বৃহস্পতিবার ‘মনিটারি পলিসি কমিটি’ (আর্থিক নীতি নির্ধারণ কমিটি বা এমপিসি)-র দ্বিমাসিক বৈঠকের তিন দিনের বৈঠকের শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।
রেপো রেট অপরিবর্তিত রাখার প্রসঙ্গে কথা বলতে গিয়ে শক্তিকান্ত বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে যে ধারাবাহিক পদক্ষেপ করছে, এই সিদ্ধান্ত সেই প্রক্রিয়ারই অঙ্গ।’’ মুদ্রাস্ফীতি এবং বৃদ্ধির হার এখন স্থিতিশীল হলেও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আরও কিছু পদক্ষেপ করা প্রয়োজন বলে জানিয়েছেন শক্তিকান্ত। সেই সঙ্গে তিনি বলেন, ‘‘ভারতে এখন বিদেশি মুদ্রার সঞ্চয় ২ অগস্ট ৬৭৫০০ কোটি ডলারের সর্বকালীন নজির গড়েছে।’’