India

টিকরি ধর্ষণ-কাণ্ড জানতেন কৃষক নেতারা! হরিয়ানা পুলিশের অভিযোগ ঘিরে তরজা

ধর্ষণের ঘটনার পরেই ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন। কোভিডের উপসর্গও দেখা দেয় তাঁর। ৩০ এপ্রিল তিনি মারা যান।

Advertisement

সংবাদ সংস্থা

টিকরি শেষ আপডেট: ১০ মে ২০২১ ২০:৫১
Share:

প্রতীকী ছবি।

হরিয়ানা-দিল্লির সীমানায় টিকরি এলাকায় কৃষক আন্দোলনে যোগ দিতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের এক তরুণীর ধর্ষণের শিকার হওয়া এবং মৃত্যুর ঘটনায় শুরু হল রাজনৈতিক টানাপড়েন। বিজেপি শাসিত হরিয়ানার পুলিশ দাবি করেছিল, ২৫ বছরের ওই তরুণীকে কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত দুই ব্যক্তি ধর্ষণ করেছিল। পুরো ঘটনা কৃষক আন্দোলনের নেতৃত্বও জানতেন বলে দাবি করে হরিয়ানা পুলিশ।

Advertisement

রাজনৈতিক বিশ্লেষক তথা কৃষক আন্দোলনের সঙ্গে জড়িত যোগেন্দ্র যাদব সোমবার সরাসরি হরিয়ানা পুলিশের এই দাবি খারিজ করেছেন। তিনি বলেন, ‘‘ঘটনা সম্পর্কে টিকরি সীমানায় আন্দোলনরত কৃষক নেতৃত্বরা কিছুই জানতেন না।’’ প্রসঙ্গত, ১১ এপ্রিল ধর্ষণের ঘটনার পরেই ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছিলেন। কোভিডের উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হরিয়ানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ৩০ এপ্রিল সেখানেই তাঁর মৃত্যু হয়।

পশ্চিমবঙ্গের তরুণীকে ধর্ষণের ঘটনা নিয়ে রবিবার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে হরিয়ানা পুলিশ। বাহাদুরগড় নগর পুলিশের ডেপুটি সুপার ‘সিট’-এর নেতৃত্ব দেবেন। তরুণীর বাবা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে দু’দফায় ৬ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলাও দায়ের করা হয়েছে। তবে তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত, সে কথা জানায়নি পুলিশ। তবে পুলিশের একটি সূত্রে অভিযুক্ত দুই ব্যক্তি ‘কিসান সোশ্যাল আর্মি’ নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement