বিমার টাকা হাতাতে ট্রাকচাপা দিয়ে খুন। প্রতিনিধিত্বমূলক ছবি।
বিমার টাকা পাওয়ার জন্য নিজেরই মৃত্যুর গল্প ফাঁদলেন এক যুবক। আর তার জন্য এক ভিখারিকে নিজের শিকার বানালেন। ভিখারিকে ট্রাক দিয়ে চাপা দেন। তার পর তাঁর ক্ষতবিক্ষত দেহের পাশে নিজের পরিচয়পত্র ফেলে রেখে দেন যুবক। ভিখারির মাথা এমন ভাবে পিষে দেওয়া হয়েছিল যাতে সহজে শনাক্ত না করা যায়। কিন্তু এত কিছু করেও শেষরক্ষা হল না। শেষমেশ ধরা পড়তে হল যুবককে।
ঘটনাটি রাজস্থানের বাঁসওয়ারা জেলার। অভিযুক্তের নাম নরেন্দ্র সিংহ রাওয়ত। পুলিশ সূত্রে খবর, বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল নরেন্দ্রর। সেই দেনার টাকা মেটাতে নিজের মৃত্যুর গল্প ফাঁদেন তিনি। নরেন্দ্রর নামে বিমা ছিল। সেই বিমার টাকা পাওয়ার জন্য এক ভিখারিকে খুনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। গত ১ ডিসেম্বর ঝেড়বাড়ি গ্রামের কাছে একটি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। দেহের পাশে একটি ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগ থেকে নরেন্দ্রর পরিচয়পত্র উদ্ধার হয়।
সেই পরিচয়পত্রের সূত্র ধরে নরেন্দ্রর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। কিন্তু তাঁর বাড়ির লোকেরা জানিয়ে দেন, এই দেহ নরেন্দ্রর নয়। তা হলে কার দেহ? কেনই বা ওই দেহের পাশে নরেন্দ্রর পরিচয়পত্র পাওয়া গেল, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মৃতদেহ নরেন্দ্রর নয়। সেটি তুফান সিংহ নামে এক ভিখারির। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই ট্রাকচালককে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জেরা করে নরেন্দ্রর খোঁজ পায় তদন্তকারীরা। নরেন্দ্রকে গ্রেফতার করতেই আসল ঘটনা প্রকাশ্যে আসে।