উত্তরাখণ্ডে আত্মঘাতী যুবক। প্রতীকী ছবি।
অ্যাম্বুল্যান্সের ভাড়া জোগাড় করতে না পেরে শেষমেশ পুত্রের দেহ একটি গাড়ির মাথায় বেঁধে নিয়ে গেলেন বাবা। ঘটনাটি উত্তরাখণ্ডের পিথোরাগড়ের। আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। এই ঘটনায় অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।
প্রশাসন সূত্রে খবর, পিথোরাগ়ড়ের এক যুবক বাড়িতে আত্মহত্যা করেছিলেন। তার দেহ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্স ডাকেন পরিবারের লোকজন। অভিযোগ, অ্যাম্বুল্যান্সের ভাড়া চাওয়া হয় ১০-১২ হাজার টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব ছিল না। যুবকের পরিবারের দাবি, অ্যাম্বুল্যান্সের ভাড়া কম নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বার বার। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।
স্থানীয়দের দাবি, এর পরই এলাকার এক ব্যক্তির গাড়ির ছাদে যুবকের দেহ বেঁধে পিথোরাগড়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। মুখ্যমন্ত্রীর দফতরে খবর পৌঁছয়। মুখ্যমন্ত্রী ধামি নিজে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব রাজেশ কুমারকে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।