Rajasthan

রিল বানাতে গিয়ে বিপত্তি! রেললাইনে আটকে গেল গাড়ির চাকা, জয়পুরে অল্পের জন্য রক্ষা যুবকের

মত্ত অবস্থায় রিল বানানোর জন্য গাড়ি নিয়ে রেললাইনে উঠেছিলেন ওই ব্যক্তি। কিছু ক্ষণ পর দূর থেকে একটি মালগাড়িকে আসতে দেখে রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করলে উল্টে রেললাইনেই আটকে যায় তাঁর গাড়ির চাকা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:২২
Share:

(বাঁ দিকে) রেললাইনে আটকে পড়া সেই গাড়ি। গাড়িটিকে সরানোর চেষ্টা করছেন স্থানীয়েরা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

গাড়ি নিয়েই রেললাইনে উঠে পড়েছিলেন। উদ্দেশ্য ছিল দুঃসাহসী রিল ভিডিয়ো বানিয়ে সকলকে তাক লাগিয়ে দেওয়া! কিন্তু ট্রেন আসার ঠিক আগে রেললাইনে আটকে গেল গাড়ির চাকা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক। সোমবার রাজস্থানের জয়পুরে ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি জয়পুরের বাসিন্দা। মত্ত অবস্থাতেই রিল ভিডিয়ো বানানোর জন্য এসইউভি নিয়ে রেললাইনে উঠেছিলেন। এর পরেই বাধে বিপত্তি। দূর থেকে একটি মালগাড়িকে আসতে দেখে রেললাইন থেকে সরে যাওয়ার চেষ্টা করলে উল্টে রেললাইনেই আটকে যায় তাঁর গাড়ির চাকা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঠিক সময়ে চালক ট্রেনটি থামাতে সক্ষম হন। তাই কোনও মতে প্রাণে বাঁচেন যুবক।

ওই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। তাতে দেখা যাচ্ছে, রেললাইনে উঠে পড়েছে একটি গাড়ি। এক দল মানুষ এবং পুলিশকর্মী গাড়িটির পাশে দাঁড়িয়ে সেটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করছেন। আর দূর থেকে সে দিকেই ধেয়ে আসছে একটি ট্রেন। যদিও শেষমেশ গাড়িটি সরানো গিয়েছে। এর পর মত্ত যুবক গাড়িটি রাস্তায় ফেলেই পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। ওই এসইউভি বাজেয়াপ্ত করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, রেললাইনে রিল বানাতে গিয়ে দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগেও বহু বার এমন দুর্ঘটনা ঘটেছে। ভিডিয়ো করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণও হারিয়েছেন বহু মানুষ। সপ্তাহখানেক আগেই উত্তরপ্রদেশে রেললাইনে রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দুই তরুণের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement