Jammu and Kashmir

ফের গুলির লড়াই কাশ্মীরে, বান্দিপোরায় চলছে সেনা-জঙ্গির সংঘর্ষ

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর থেকেই সেখানে একের পর এক জঙ্গি কার্যকলাপের ঘটনা ঘটছে। রবিবারই কাশ্মীরের কিস্তোয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক জওয়ান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৭:১১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফের গুলির লড়াই কাশ্মীরে। মঙ্গলবার সকাল থেকেই উত্তর কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে শুরু হয়েছে সংঘর্ষ। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত অভিযান চলছে বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে অভিযান শুরু করে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল। বান্দিপোরার নাগমার্গ এলাকায় জঙ্গিদের একটি দলের সঙ্গে শুরু হয় গুলির লড়াই। চারদিক থেকে জঙ্গিদের ঘিরে ফেলেন জওয়ানেরা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই এলাকায় দুই থেকে তিন জন জঙ্গি আত্মগোপন করে রয়েছে। তাদের নিষ্ক্রিয় করতে অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তারক্ষীরা।

মঙ্গলবার দুপুরেই ভারতীয় সেনার শ্রীনগর ১৫ কোর বাহিনীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে সকালে নাগমার্গ এলাকায় অভিযান চালানো হয়। তখনই দু’পক্ষে গুলির লড়াই শুরু হয়। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Advertisement

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর থেকে একের পর এক সন্ত্রাসবাদী কার্যকলাপের ঘটনা ঘটছে। রবিবারই কাশ্মীরের কিস্তোয়ারে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক সেনা জওয়ান। গুরুতর জখম অবস্থায় আরও তিন জওয়ান চিকিৎসাধীন। শনিবারও পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে বারামুলায় এক জঙ্গি নিহত হয়েছে। আরও জঙ্গির খোঁজে তল্লাশি অভিযান চলেছে রাত পর্যন্ত। তার আগে গত সপ্তাহেই আখনুরে সেনার অ্যাম্বুল্যান্সে হামলা হয়েছিল। সম্প্রতি গুলমার্গেও সেনার গাড়িতে হামলা চলে। তাতে দু’জন জওয়ান এবং বাহিনীর দুই মালবাহকের মৃত্যু হয়েছে। সম্প্রতি সোনমার্গের কাছে নিরস্ত্র সাধারণ মানুষের উপরেও হামলা চালিয়েছে জঙ্গিরা। এক চিকিৎসক-সহ সাত জনের মৃত্যু হয়েছে ওই হামলায়। নিরাপত্তা বাহিনী সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চলতি বছরে এখনও পর্যন্ত জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন নিরাপত্তা বাহিনীর ১৮ জন জওয়ান। মৃত্যু হয়েছে অন্তত ১৪ জন সাধারণ নাগরিকের। তালিকায় রয়েছেন সাত তীর্থযাত্রীও। সব মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement