New Hindi Film

উড়বে শিফন শাড়ির আঁচল! ‘নাগিন ৩’-এ শ্রীদেবীর মতোই হাস্যে-লাস্যে মাতাবেন এই নায়িকা?

শ্রীদেবীর জুতোয় পা গলাবেন! সহজ কথা নয়। ছবির ট্রিলজি ঘোষণা হতেই নড়ে বসেছে বলিউড। নায়িকা কি শ্রীদেবীর জায়গায় নিজেকে প্রমাণ করতে পারবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
Share:

শ্রীদেবী অভিনীত চরিত্রে নিজেকে প্রমাণ করতে পারবেন শ্রদ্ধা কপূর? ছবি: সংগৃহীত।

তিনটি ক্ষেত্রে মিল তাঁদের। নামের আদ্যক্ষর, পদবি আর পেশায়। বলিউড বলছে, শীঘ্র আরও একটি সাদৃশ্য যোগ হতে চলেছে। ‘নাগিন’-এর ট্রিলজি ফ্লোরে যাচ্ছে। শ্রীদেবী কপূরের জুতোয় পা গলাতে চলেছেন শ্রদ্ধা কপূর। উভয়ের পদবি এক, নামের আদ্যক্ষরে মিল— শ্রীদেবীর মতোই অভিনয়ে বাঁচেন শ্রদ্ধা। মকর সংক্রান্তিতে ছবির আনুষ্ঠানিক ঘোষণা করলেন প্রযোজক নিখিল দ্বিবেদী। তাতেই সাড়া পড়ে গিয়েছে প্রয়াত প্রথম ‘মহিলা সুপারস্টার’-এর অনুরাগী মহলে। তাঁদের কৌতূহল, শ্রীদেবীর মতোই শিফন শাড়ির আঁচল উড়বে শ্রদ্ধারও?

Advertisement

বছরের পর বছর ধরে প্রত্যাশা। অবশেষে ‘শ্রীদেবী’র ‘নাগিন’ ক্যামেরাবন্দি হতে চলেছে। ২০২০ সালে প্রথম আভাস, ছবিটি তৈরি হতে পারে। প্রয়াত নায়িকার জুতোয় পা গলাবেন শ্রদ্ধা। তখনই এই প্রজন্মের নায়িকা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সমাজমাধ্যমে। জানিয়েছিলেন, তাঁর স্বপ্ন দেখা শুরু। লাবডুবও বাড়বে সমান তালে। তার পরেই ছবি নিয়ে আর কোনও সাড়াশব্দ করেননি প্রযোজক অথবা পরিচালক কেউই।

মকর সংক্রান্তির দিন প্রযোজক ছবির কথা ঘোষণা করতেই চিত্রনাট্যের খাতার ছবি ভাগ করে নিয়েছেন শ্রদ্ধা। সেখানে নিখিলের নাম, তাঁর প্রযোজনা সংস্থার নামের পাশাপাশি লেখা ছবির নাম ‘নাগিন: অ্যান এপিক টেল অফ লাভ অ্যান্ড স্যাক্রিফাইস’। ‘নাগিন’ এবং ‘নিগাহেঁ’ ছবির মতো ট্রিলজিতেও ইচ্ছাধারী সাপের গল্প থাকবে। যে সাপ অলৌকিক শক্তির জোরে মনুষ্য রূপ ধরতে পারে। শ্রদ্ধা জানিয়েছেন, ইতিমধ্যেই তিনি শ্রীদেবী অভিনীত ছবি দু’টি একাধিক বার দেখেছেন। এ বার খুঁটিয়ে চিত্রনাট্য পড়বেন। চরিত্রের উপযোগী করে গড়ে তুলবেন নিজেকে। প্রসঙ্গত, রোম্যান্টিক ছবির পাশাপাশি শ্রদ্ধা অলৌকিক বা ভৌতিক ছবিতেও যে সাবলীল তার প্রমাণ ‘স্ত্রী’ ছবিটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement