Cyber Fraud

কিউআর কোড স্ক্যান করে দোকানে পেমেন্ট করতে গিয়ে বিপত্তি, দু’লাখ টাকা খোয়ালেন পুলিশকর্মীই!

দিনে দিনে ভারতে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। প্রতারকেরা নিত্যনতুন পন্থা অবলম্বন করে প্রতারণার ফাঁদ পাতছেন। অনেকেই অজান্তে সেই ফাঁদে পা দিয়ে ফেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

স্থানীয় এক বেকারির দোকান থেকে জিনিস কিনে কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টাকা দিয়েই বিপদে পড়লেন এক পুলিশকর্মী। খোয়ালেন দু’লাখ ৩০ হাজার টাকা!

Advertisement

পুণের সাসওয়ড়ের বাসিন্দা ওই পুলিশকর্মী। পুণে গ্রামীণ পুলিশে কর্মরত তিনি। সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক আগে ওই পুলিশকর্মী সাসওয়ড়ের একটি বেকারির দোকানে গিয়ে কিছু জিনিস কেনেন। পেমেন্ট করার জন্য দোকানের কিউআর কোড ব্যবহার করেন। কিছু ক্ষণ পর তিনি তাঁর মোবাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটার বার্তা পান। দেখেন তাঁর সেভিংস অ্যাকাউন্ট থেকে ১৮ হাজার ৭৫৫ টাকা কেটে নেওয়া হয়েছে। সন্দেহ হওয়ায় তিনি অন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে তা যাচাই করতে গিয়ে চোখ কপালে ওঠে তাঁর।

ওই পুলিশকর্মী দেখেন, তাঁর স্যালারি অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ২৫০ টাকা গায়েব! পরিস্থিতি আরও খারাপ হয়, যখন ওই পুলিশকর্মীর কাছে তাঁর গোল্ড লোন অ্যাকাউন্ট থেকে এক লাখ ৯০ হাজার টাকা লেনদেনের জন্য ওটিপি চেয়ে একটি মেসেজ আসে। অভিযোগ, ওটিপি না দেওয়া সত্ত্বেও ওই লেনদেন সম্পন্ন হয়! এমনকি, প্রতারকেরা তাঁর ক্রেডিট কার্ড থেকে দু’বার ১৪ হাজার টাকা লেনদেনের চেষ্টা করে। তবে তার আগেই ওই পুলিশকর্মী নিজের ক্রেডিট কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করে দেন।

Advertisement

দিনে দিনে ভারতে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা। প্রতারকেরা নিত্যনতুন পন্থা অবলম্বন করে প্রতারণার ফাঁদ পাতছেন। অনেকেই অজান্তে সেই ফাঁদে পা দিয়ে ফেলেন। খোয়ান লক্ষ লক্ষ টাকা। এ বার সেই তালিকায় জুড়ল কিউআর কোড প্রতারণা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement