Woman Held Captive in UP

‘বন্দি করে রেখেছে বাড়ির লোকেরা!’ এক্সে আর্জি তরুণীর, বার্তা পেয়েই উদ্ধার করল উত্তরপ্রদেশ পুলিশ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকার এক যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক গড়ে উঠেছিল। তরুণী স্নাতক। প্রেমিককেই তিনি বিয়ে করতে চেয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৫
Share:

তরুণীকে গৃহবন্দি করার অভিযোগ উঠল বাড়ির লোকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

পাড়ারই এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তরুণীর। সেই সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবার। যুবকের সঙ্গে তিনি যাতে দেখা না করতে পারেন, তার জন্য ঘরবন্দি করে রাখা হয় বলে অভিযোগ। আর সেই অভিযোগ তুলেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, পুলিশের ডিজি এবং এডিজিকে এক্সে ট্যাগ করে তাঁকে উদ্ধারের অনুরোধ জানালেন তরুণী। আর সেই বার্তা পেতেই দ্রুত পদক্ষেপ করা হয়।

Advertisement

উত্তরপ্রদেশের মোরাদাবাদের ঘটনা। আগওয়ানপুরের সিভিল লাইন্স থেকে এক্সে পুলিশের কাছে এক তরুণী বার্তা পাঠায় যে, ‘‘আমাকে ঘরে আটকে রেখেছেন বাড়ির লোকেরা। উদ্ধার করুন।’’ পুলিশ সূত্রে খবর, এ রকম একটি বার্তা পাওয়ার পরই স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করা হয়। তার পর অভিযান চালিয়ে তরুণীকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকার এক যুবকের সঙ্গে তরুণীর সম্পর্ক গড়ে উঠেছিল। তরুণী স্নাতক। প্রেমিককেই তিনি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু এই সম্পর্ক ঘিরে বাড়িতে অশান্তি শুরু হয়। তরুণী জানিয়েছেন, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বাড়ির লোকেরা সেই পরিকল্পনা জেনে ফেলায় তাঁকে ঘরবন্দি করে দেন।

Advertisement

সিভিল লাইন্স-এর স্টেশন হাউস অফিসার (এসএইচও) মণীশ সাক্সেনা বলেন, ‘‘সমাজমাধ্যমে একটি বার্তা পেয়েছিলাম তরুণীকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তিনি উদ্ধারের আবেদন জানাচ্ছেন। তার পরই ঘটনাস্থলে পৌঁছে তরুণীর খোঁজখবর নিই। তরুণীর সঙ্গেও কথা হয়। তখন তিনি দাবি করেন, বন্দি বানানো হয়নি। তাঁকে শাসানো হচ্ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement