JammuKashmir

Kashmir Encounter: উপত্যকায় গুলির লড়াইয়ে হত হিজবুল নেতা, গ্রেফতার আরও দুই লস্কর জঙ্গি

জম্মু-কাশ্মীরের কুলগামে এক লস্কর জঙ্গিকে খতম করল নিরাপত্তা বাহিনী। বারামুলায় গ্রেফতার দুই লস্কর জঙ্গি। উদ্ধার করা হয়েছে অস্ত্রশস্ত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০২২ ০৯:৪৬
Share:

ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন অভিযানে আবার সাফল্য। নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর এক জঙ্গি নিহত। কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে কুলগামের খান্দিপোরা এলাকায় গুলির লড়াই চলে। সে সময়ই নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ওই জঙ্গি। বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

Advertisement

জম্মু-কাশ্মীর পুলিশ ও সেনার যৌথ অভিযানে বারামুলা থেকে দুই লস্কর-ই-তইবা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই জঙ্গির নাম আহমেদ মীর ও আব্দুল রহমান মীর। দু’জনই বারামুলার নেহালপোরা পত্তন এলাকার বাসিন্দা। ধৃত দুই লস্কর জঙ্গির থেকে দু’টি চিনা পিস্তল, ১৮টি তাজা কার্তুজ ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

Advertisement

সম্প্রতি একের পর এক কাশ্মীরি পণ্ডিতদের হত্যার ঘটনায় ফের অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে উপত্যকায়। ক’দিন আগে বদগামে সরকারি কর্মী রাহুল ভাটকে খুন করে জঙ্গিরা। এরপর নিজের বাড়িতে জঙ্গিদের হাতে প্রাণ হারান অমরীন ভট্ট নামে এক টেলিভিশন অভিনেত্রী। স্কুল শিক্ষিকা রজনী বালাকেও লক্ষ্য করে জঙ্গিরা। এই পরিপ্রেক্ষিতে কাশ্মীরের বাইরে অন্যত্র নিরাপদ স্থানে বদলির আর্জি জানিয়ে আন্দোলনে শামিল হন বহু সরকারি কর্মী। সেই দাবি মেনে শ্রীনগরের বেশ কয়েক জন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের শিক্ষক-শিক্ষিকাকে নিরাপদ স্থানে বদলির নির্দেশ দেওয়া হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement