rape

আরও এক কিশোরীকে ধর্ষণ মধ্যপ্রদেশের সতনায়, ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় বার

শুক্রবার বিকেলে শৌচকর্ম সারতে বাড়ির বাইরে গিয়েছিল বছর সতেরোর ওই কিশোরী। সেই সময় তাঁকে জোর করে তুলে নিয়ে যান বিজয় সকেত নামে এক যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৬:০৬
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

শুক্রবার আরও এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল মধ্যপ্রদেশে। ঘটনাচক্রে, এ বারের ঘটনাস্থল সেই সতনা জেলা।

Advertisement

রবিবার পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে শৌচকর্ম সারতে বাড়ির বাইরে গিয়েছিল বছর সতেরোর ওই কিশোরী। সেই সময় তাঁকে জোর করে তুলে নিয়ে যান বিজয় সকেত নামে এক যুবক। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণ করেন। কিশোরীর অভিযোগ, এই ঘটনা কাউকে যেন না জানানো হয় বলেও হুমকি দেন অভিযুক্ত যুবক। যদি কেউ জানতে পারে, তা হলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

পুলিশের কাছে কিশোরী জানিয়েছে, বিজয়ের হুমকিতে ভয় পেয়ে যায় সে। ফলে বাড়িতে এই ঘটনার কথা জানায়নি। কিন্তু শনিবার বিষয়টি তার পরিবারকে জানায় কিশোরী। তার পরই পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, ভয় দেখানো এবং পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

গত বৃহস্পতিবার এই সাতনা জেলার মইহার শহরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে দুই ব্যক্তির বিরুদ্ধে। তার পরই অভিযুক্ত রবীন্দ্র কুমার এবং অতুল ভাদোলিয়াকে গ্রেফতার করা হয় শুক্রবার। ওই দিনই দুই অভিযুক্তের বাড়ি বুলডোজ়ার দিয়ে গুঁড়িয়ে দেয় প্রশাসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement