Madhya Pradesh Murder Case

হাঁটতে হাঁটতে হঠাৎ ধাক্কা, যুবকের গলায় ১৮ বার ছুরির কোপ বসালেন বন্ধু! ধরা পড়ল সিসিটিভিতে

মধ্যপ্রদেশের ইনদওরে প্রকাশ্য রাস্তায় বন্ধুকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। তাঁরা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ১২:৩৩
Share:

ইনদওরের রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে খুনের অভিযোগ। —প্রতীকী চিত্র।

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দু’জনেই। এক জন আগে, আর এক জন একটু পিছনে। আচমকা গতি বাড়িয়ে দিলেন পিছনের জন। সামনের যুবককে ধাক্কা মেরে ফেলে দিলেন তিনি। তার পর পকেট থেকে ছুরি বার করে পর পর কোপ মারতে শুরু করলেন বন্ধুর গলায়। সমগ্র দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরার ফুটেজে।

Advertisement

মধ্যপ্রদেশের ইনদওরের ঘটনা। প্রকাশ্য রাস্তাতেই বন্ধুকে কুপিয়ে খুন করেছেন অভিযুক্ত। তাঁকে পরে স্থানীয়েরা ধরে পুলিশের হাতে তুলে দেন। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, দুই বন্ধুর মধ্যে সামান্য ঝগড়া হয়েছিল মাত্র। তার জেরেই এই খুনোখুনি। ১৮ বার ছুরি দিয়ে বন্ধুর গলায় কোপ মারতে দেখা গিয়েছে তাঁকে।

শুক্রবার বিকেলের ঘটনাটি সিসিটিভিতে দেখেছেন তদন্তকারীরা। ডিসিপি অভিনয় বিশ্বকর্মা জানিয়েছেন, মৃতের নাম বিনোদ রাঠোর (৩৫)। তাঁকে খুনের অভিযোগ রয়েছে প্রমোদ সাই যাদবের বিরুদ্ধে। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, হাঁটতে হাঁটতে বিনোদকে পিছন দিক থেকে ধাক্কা মারেন প্রমোদ। ধারালো ছুরি দিয়ে তাঁর গলায় ১৮ বার কোপ মারেন। তার পর শেষ বারের মতো গলা কেটে দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। রাস্তার উপর যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় বিনোদের।

Advertisement

খুনের পর নিজের বাড়িতে চলে গিয়েছিলেন অভিযুক্ত। স্থানীয়েরা সেখান থেকেই তাঁকে ধরেন এবং পুলিশের হাতে তুলে দেন। তদন্তকারীদের জেরার মুখে ধৃত জানিয়েছেন, তাঁরা দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। ঘটনার আগে দু’জনেই নেশা করেছিলেন একসঙ্গে বসে। সেই সময়ে তাঁদের মধ্যে ঝামেলা হয়। ছোটখাটো কথা কাটাকাটির মাঝে বিনোদ আচমকা ছুরি দিয়ে প্রমোদকে আক্রমণ করেছিলেন বলে অভিযোগ। তাতে প্রমোদের আঙুলে কিছুটা কেটে গিয়েছিল। রক্তও পড়ছিল সেখান থেকে। এর পর সেখান থেকে উঠে রাস্তায় হাঁটতে শুরু করেন বিনোদ। পিছন থেকে প্রমোদ ছুরি নিয়ে এসে তাঁকে খুন করেন।

তদন্তকারীরা জানতে পেরেছেন, ওই দুই বন্ধুর মধ্যে আগে থেকে কোনও মতবিরোধ ছিল না। অভিযুক্তকে শনিবার আদালতে হাজির করানো হবে। মৃতের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। খুনে ব্যবহৃত ছুরিটিও পুলিশ উদ্ধার করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement