তিন বাংলাদেশি নাগরিকের পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ এনআইএ আদালতের। — প্রতীকী চিত্র।
অনুপ্রবেশের মামলায় তিন বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের বিশেষ এনআইএ আদালত। মঙ্গলবার তিন জনকে পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি দু’হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। প্রায় ছ’বছরের পুরনো মামলায় এই সাজা ঘোষণা করেছে আদালত। আসামিদের নাম মুহাম্মদ হাবিবুর রহমান হাবিব ওরফে রাজ জেসব মণ্ডল, হান্নান আনওয়ার হোসেন খান ওরফে হান্নান বাবুরালি গাজি এবং মুহাম্মদ আজ়ারালি সুভানাল্লাহ ওরফে রাজা জেসব মণ্ডল।
২০১৮ সালে এই তিন বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাঁদের থেকে জাল নথি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। অবৈধ অনুপ্রবেশ এবং জাল নথির মামলায় তাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে। মামলাটি প্রথমে তদন্ত চালাচ্ছিল পুণে পুলিশ। কিছু বাংলাদেশি বৈধ নথিপত্র ছাড়া পুণেতে আশ্রয় নিয়েছেন বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, সেখান থেকে জঙ্গি গোষ্ঠী আল কায়দার একটি শাখা সংগঠন ‘এবিটি’র সদস্যদের সাহায্য করা হচ্ছিল বলেও জানতে পারে পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে ২০১৮ সালের মার্চ মাসে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করে।
পরে মামলার তদন্তভার যায় এনআইএ-র হাতে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তিন বাংলাদেশির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় পুলিশ। ভারতীয় দণ্ডবিধি এবং বিদেশি নাগরিকদের জন্য আইন (ফরেনার্স অ্যান্ট)-এর আওতায় চার্জ গঠন হয়। যুক্ত করা হয় ইউএপিএ আইনও। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, ইউএপিএ আইন নিয়ে আদালত বুধবার কিছু জানায়নি। তবে অবৈধ অনুপ্রবেশ এবং জাল নথি সংক্রান্ত মামলায় তিন বাংলাদেশিকে পাঁচ বছরের জেল এবং দু’হাজার টাকা করে জরিমানা করেছে বিশেষ এনআইএ আদালত। এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, এই মামলায় আরও দুই অভিযুক্তকে আগেই দোষী সাব্যস্ত করেছে আদালত। ২০২৩ সালের অক্টোবর মাসে ওই দুই আসামিকেও পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার বাকি তিন জনকেও দোষী সাব্যস্ত করল এনআইএ আদালত।