রাজ্যসভায় আর ৫ হলেই নিশ্চিন্ত বিজেপি

রাজ্যসভার মোট আসন ২৪৫। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২৩ জনের সমর্থন। আর শরিক, মনোনীতদের নিয়ে বিজেপির সংখ্যা এখন পৌঁছেছে ১১৮-য়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ০০:৫৬
Share:

ছবি: সংগৃহীত।

রইল বাকি পাঁচ। লোকসভায় বিজেপির একক বলে বলীয়ান। অথচ একাধিক শরিক দলকে পাশে নিয়েও হিমশিম খেতে হয় রাজ্যসভায়। অঙ্কের হিসেবে সহজে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা ছিল না। কিন্তু কয়েক মাস ধরে একটু একটু ধরে ভাঙিয়ে আনা হচ্ছে রাজ্যসভার বিরোধী সাংসদদের। এই করে শরিক, মনোনীতদের সঙ্গে নিয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। এখন বাকি পাঁচ জনকে জোগাড় করা।

Advertisement

রাজ্যসভার মোট আসন ২৪৫। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২৩ জনের সমর্থন। আর শরিক, মনোনীতদের নিয়ে বিজেপির সংখ্যা এখন পৌঁছেছে ১১৮-য়। যদিও এই মুহূর্তে রাজ্যসভায় পাঁচটি আসন ফাঁকা। এই অবস্থা চললে শীতকালীন অধিবেশনে আর তিন জনকে ঝুলিতে টানতে পারলেই যথেষ্ট। কিন্তু ‘পাকাপাকি’ বন্দোবস্ত করতে হলে দরকার অন্তত পাঁচ জন। বিজেপি বলছে, সংসদের অধিবেশন শুরু হতে এখনও মাস খানেক বাকি। তত দিনে ‘পাকাপাকি’ ব্যবস্থাটিও হয়ে যাবে।

বিরোধীদের অনেকেই বলেন, বিজেপির আর সমর্থন পাওয়ার জন্য দল ভাঙানোর কী দরকার? যে ভাবে ইডি-সিবিআই দিয়ে খেলা দেখাচ্ছে, তাতে গুরুত্বপূর্ণ বিলে এমনিতেই সমর্থন পাবে। কেউ ভয়ে দেবে, কেউ বিরোধের নামে সভাকক্ষ ত্যাগের ‘নাটক’ করে সাহায্য করবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement