নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় জাতীয় পতাকার অবমাননা বিতর্কে এ বার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদীর মন্তব্য, ‘‘২৬ জানুয়ারি দিল্লিতে জাতীয় পতাকার অবমাননায় গোটা দেশ ব্যথিত।’’
করোনা অতিমারিতে ভারতের ভূমিকার কথা স্মরণ করিয়ে রবিবার প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘গত বছর আমরা ধৈর্য এবং সাহস দেখিয়েছিলাম। সঙ্কল্পে পৌঁছতে এ বছরও আমরা কঠোর পরিশ্রম করব।’’ মোদীর দাবি, ‘‘গোটা দুনিয়ায় আমরা শুধু বৃহৎ টিকাকরণ প্রকল্পই চালাচ্ছি না, তা অত্যন্ত দ্রুতগতিতেও হচ্ছে।’’ ১৫ দিনের মধ্যে ভারতে ৩০ লক্ষ করোনা-যোদ্ধার টিকাকরণ হয়েছে বলেও রবিবার জানিয়েছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, ‘‘‘সঞ্জীবনী বুটি’ অর্থাৎ করোনার টিকা বিভিন্ন দেশে পৌঁছে দিতে পেরেছে ভারত। আত্মনির্ভর হয়ে ওঠার জন্যই এই সাফল্য।’’ মোদীর দাবি, ‘‘করোনার জন্য সারা পৃথিবীতে সরবরাহ শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা প্রত্যেক সঙ্কট থেকে শিক্ষা নিতে শিখেছি। দেশ নতুন পরিকাঠামোও তৈরি করেছে। একেই আত্মনির্ভরতা বলে।’’
২০২২ সালে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করবে ভারত। সে কথা স্মরণ করিয়ে দিয়ে দেশবাসী, বিশেষত যুবসমাজের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘নিজের এলাকার দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা লিখুন। তাঁর সঙ্গে জড়িয়ে থাকা ঘটনাবলির কথা তুলে ধরুন।’’ প্রধানমন্ত্রীর মতে, ‘‘আপনাদের এই লেখাই হবে দেশের স্বাধীনতা আন্দোলনের যোদ্ধাদের প্রতি আদর্শ শ্রদ্ধাজ্ঞাপন।’’