Madhya Pradesh Incident

প্যারোলে মুক্তি পেয়ে জেল থেকে বার হতেই খুনের আসামিকে গুলি! নাম জড়াল কানাডার গ্যাংস্টারের

২০১৬ সালে পঞ্জাবের ফরিদকোটে খুন হয়েছিলন শিখ নেতা গুরপ্রীত সিংহ হরি। তাঁর খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যেই এক জন খুন হলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৬:৫৩
Share:

সিসি ক্যামেরায় ধরা পড়েছে খুনের মুহূর্ত। ছবি: সংগৃহীত।

প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে পর পর গুলি করে খুন করার অভিযোগ উঠল মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। মৃত ব্যক্তি খুনের মামলার আসামি। সম্প্রতি প্যারোলে জেল থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, কানাডা-ভিত্তিক গ্যাংস্টার অর্শদীপ সিংহ ডাল্লার ঘনিষ্ঠ দুই জনই গুলি করার নেপথ্যে রয়েছেন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৬ সালে পঞ্জাবের ফরিদকোটে খুন হয়েছিলন শিখ নেতা গুরপ্রীত সিংহ হরি। তাঁর খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল। তাঁদের মধ্যেই ছিল যশবন্ত সিংহ গিল। আদালত তাঁকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে।

সম্প্রতি যশবন্ত প্যারোলের আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর হয়। জেল থেকে বার হওয়ার পরেই তাঁর উপর হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে নিজের বাড়ি সামনেই গুলিবিদ্ধ হয়ে খুন হন তিনি। এলাকার সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। দেখা যাচ্ছে, যশবন্ত যখন বাড়ির বাইরে বার হন, তখন দু’জন আততায়ী বাইকে চেপে এসে পর পর গুলি চালায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন যশবন্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

Advertisement

সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ মোহালি থেকে দুই আততায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, তদন্তে জানা গিয়েছে আততায়ী গ্যাংস্টার অর্শদীপের ঘনিষ্ঠ। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করেই উঠে এসেছে অর্শদীপের নাম। তাঁর ইশারাতেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে দুই আততায়ী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement