Maharashtra Crime

পর পর মেয়ে! দ্বিতীয় বার কন্যা জন্মাতেই রুমাল চেপে শ্বাসরোধ করে মারলেন মা

গ্রামের একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। অভিযোগ, সেই একরত্তি মেয়েকে তিনি খুন করেন। শিশুকন্যার নাকেমুখে রুমাল চেপে ধরেছিলেন মা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ১০:০৪
Share:

শিশুকন্যাকে নাকে রুমাল চেপে খুনের অভিযোগে গ্রেফতার তরুণী। প্রতীকী ছবি।

৩ দিনের শিশুকন্যাকে নাকে রুমাল চেপে খুনের অভিযোগে গ্রেফতার করা হল তরুণীকে। বার বার মেয়ে জন্মানোর কারণে তিনি এই কাজ করেছেন বলে অভিযোগ।

Advertisement

ঘটনাটি মহারাষ্ট্রের লাতুরের। ২৫ বছর বয়সি ওই তরুণী ওসমাবাদ জেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তরুণীর এক কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় বার তাই পুত্রসন্তান জন্মাবে বলে আশা করেছিলেন তিনি। কিন্তু এ বারও মেয়ে আসায় হতাশ হন।

গত মাসে গ্রামের একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন তরুণী। অভিযোগ, ২৯ ডিসেম্বর সেই একরত্তি মেয়েকে খুন করেন। খুনের সময় শিশুটির বয়স ছিল মাত্র ৩ দিন। তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, শিশুকন্যার নাকেমুখে রুমাল চেপে ধরেছিলেন মা। শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাকে।

Advertisement

গোটেগাঁও থানার সাব ইনস্পেক্টর কিশোর কাম্বালে জানিয়েছেন, শিশুমৃত্যুর তদন্তের পর অভিযুক্ত তরুণীকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। কী কারণে নিজের তিন দিন বয়সি মেয়েকে তিনি মেরে ফেললেন, তাঁর উপর অন্য কোনও চাপ ছিল কি না, শ্বশুরবাড়ির লোকজন তাঁকে এ বিষয়ে কিছু বলেছিলেন কি না এবং সর্বোপরি, গোটা ঘটনায় তরুণীর স্বামীর ভূমিকা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। তরুণীকে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement