Match Making

ঢাকা বিমানবন্দরে নামতেই প্রশ্ন, ‘বিয়ে হয়েছে?’ কেন তরুণীকে প্রশ্ন অভিবাসন অফিসারের

বাংলাদেশে গিয়েছিলেন এক তরুণী। ঢাকা বিমানবন্দরে নামতেই এগিয়ে আসেন অভিবাসন দফতরের এক আধিকারিক। তার পর যেচেই দেন পরামর্শ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ ২২:০১
Share:

ঢাকা বিমানবন্দরে নামতেই প্রশ্ন ধেয়ে এল, ‘বিয়ে হয়ে গিয়েছে?’ ছবি: প্রতীকী

কেউ শখে ঘটকালি করেন। কারও আবার পেশা— পাত্রের জন্য পাত্রী আর পাত্রীর জন্য পাত্রের খোঁজ। এ দেশে কৈশোর পেরোলেই মেয়েদের এই ‘স্বেচ্ছাসেবী ঘটক’দের পাল্লায় পড়তে হয়। তা বলে বিদেশে গিয়েও যে একই কাণ্ড ঘটবে, তা বোধ হয় ভাবতে পারেননি ওই তরুণী। ঢাকা বিমানবন্দরে নামতেই প্রশ্ন ধেয়ে এল, ‘বিয়ে হয়ে গিয়েছে?’ প্রশ্ন শুনে এতটাই অবাক হয়েছেন তিনি যে, সমাজমাধ্যমে সেই নিয়ে পোস্ট দিয়েছেন।

Advertisement

বাংলাদেশে গিয়েছিলেন এক তরুণী। ঢাকা বিমানবন্দরে নামতেই এগিয়ে আসেন অভিবাসন দফতরের এক আধিকারিক। তার পর যেচেই দেন পরামর্শ। জানান, বাংলাদেশের কোনও ছেলেকেই বিয়ে করা উচিত তরুণী। তাঁর বাবা, মা, পরিবারের খোঁজ খবর নেন। কী করেন, তা-ও জানতে চান। এমনকি তরুণীর থেকে তাঁর স্থানীয় নম্বরও চেয়ে নেন ওই আধিকারিক। জানান, যোগ্য পাত্র পেলে তাঁকে ফোন করে জানাবেন।

প্রিয়ঙ্কা বসু নামে ওই তরুণী টুইটারে লেখেন, ‘‘আমি, আমার অভিভাবক, আমার পেশা সম্বন্ধে খোঁজ খবর নিয়ে অভিবাসন দফতরের এক আধিকারিক পরামর্শ দেন, বাংলাদেশের কোনও ছেলেকে বিয়ে করে সেখানেই সংসার করতে। আমার স্থানীয় ফোন নম্বর নিয়ে জানান, যোগ্য পাত্র পেলে যোগাযোগ করবেন।’’ সমাজমাধ্যমে এই পোস্ট দেখে হাসির রোল উঠেছে। অনেকেই আবার একহাত নিয়েছেন ওই আধিকারিককে। অনেকে আবার লিখেছেন, ভারতীয় উপমহাদেশে এটা মেয়েদের চিরায়ত সমস্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement