নাবালিকার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। প্রতীকী ছবি।
এক নাবালিকা পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্কুলরক্ষীর বিরুদ্ধে। ১৫ বছর বয়সি ওই নাবালিকার মানসিক অসুস্থতার সুযোগ নিয়ে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন পরিবারের সদস্যরা। সোমবার এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরের একটি স্কুলে। স্কুল কর্তৃপক্ষ এবং পুলিশের কাছে জানানোর পরেও তাদের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়নি। সেই ক্ষোভে স্কুলে ভাঙচুর করেন নাবালিকার পরিবারের সদস্যরা। স্কুলের গাড়ি এবং আসবাবপত্র ভেঙে ফেলেন তাঁরা।
পিটিআই সূত্রের খবর, ৮ ডিসেম্বর এই ঘটনাটি জানতে পেরে পরিবারের সকলে স্কুল কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন। থানাতেও ওই রক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তাঁরা। কিন্তু তার পরেও পুলিশ এবং স্কুল কর্তৃপক্ষের তরফে দ্রুত পদক্ষেপ করা হয়নি। পরিবারের অভিযোগ, পুলিশকে জানানোর অনেক ক্ষণ পরে তারা ঘটনাস্থলে পৌঁছয়।
যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, ২৮ বছর বয়সি ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর।