Madhya Pradesh

মধ্যপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর ছেলে, পুত্রবধূ ও নাতনি খুন

পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে মৃত্যু হয়েছে ওই তিন জনের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১৪:৩২
Share:

প্রতীকী ছবি।

মধ্যপ্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্যায়ারেলাল কাঁওয়ারের ছেলে, পুত্রবধূ এবং নাতনিকে খুন করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ফলে মৃত্যু হয়েছে ওই তিন জনের। ঘটনাটি ঘটেছে কোরবা জেলায়।

জেলার পুলিশ সুপার, অভিষেক মীনা জানান, মৃতেরা হলেন, হরিশ কাঁওয়ার, সুমিত্রা কাঁওয়ার এবং আশি কাঁওয়ার। বাড়ি থেকেই বুধবার এই তিন জনের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার বলেছেন, “ঘটনার তদন্ত করছি। কয়েক জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।”

দলীয় নেতার পরিবারে হত্যার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের শীর্ষ কংগ্রেস নেতারা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, প্রাথমিক ভাবে এটা খুন মনে করা হলেও, এর পিছনে অন্য কোনও ঘটনা আছে কি না সব তদন্ত করে দেখা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement