Maha Kumbh 2025

পূর্ণকুম্ভের প্রয়াগরাজে ভিড় ভক্তদের, প্রায় দেড় কোটি মানুষ পুণ্যস্নান সারলেন মকর সংক্রান্তির সকালে

উত্তরপ্রদেশ প্রশাসন জানিয়েছে, মকর সংক্রান্তির সকালে ১০টা পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষ মানুষ পুণ্যস্নান করেছেন প্রয়াগরাজে। বেলা বাড়লে এই সংখ্যা উত্তরোত্তর বাড়বে বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১১:৪৪
Share:

প্রয়াগরাজে পুণ্যস্নান ভক্তদের। মঙ্গলবার ভোরে। ছবি: পিটিআই।

শীত উপেক্ষা করেই ভক্তদের ভিড় পূর্ণকুম্ভের প্রয়াগরাজে। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মকর সংক্রান্তির সকালে ১০টা পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষ মানুষ পুণ্যস্নান করেছেন প্রয়াগরাজে। ক্রমশ ভিড় বাড়ছে। তাই বেলা বাড়লে এই সংখ্যা উত্তরোত্তর বাড়বে বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, সকাল ৭টায় বিভিন্ন আখড়ার সাধু-সহ প্রায় ৯৮ লক্ষ ২০ হাজার মানুষ গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর ত্রিবেণী সঙ্গমে অমৃত স্নান করেন।

Advertisement

এ বার প্রয়াগরাজে কুম্ভমেলা শুরু হয়েছে সোমবার। শেষ হবে ২৬ ফেব্রুয়ারি, শিবরাত্রিতে। চলবে সাত সপ্তাহ ধরে। প্রতি ছ’বছর অন্তর কুম্ভমেলা আয়োজিত হয়। ২০১৯ সালে ছিল অর্ধকুম্ভমেলা। তার আগে ২০১৩ সালে ছিল পূর্ণকুম্ভমেলা। ১২ বছর পরে প্রয়াগরাজে আবার পূর্ণকুম্ভমেলা আয়োজিত হয়েছে। বিদেশ থেকেও বহু ভক্তের সমাগম হয়েছে সেখানে। নিরাপত্তা বন্দোবস্ত আঁটসাঁট করতে ড্রোন এবং জলের নীচে নেমে কাজ করতে পারে এমন ড্রোন ব্যবহার করা হচ্ছে। পুলিশি নজরদারির পাশাপাশি রয়েছে সিসি ক্যামেরার নজরও।

উত্তরপ্রদেশ প্রশাসনের একটা বড় অংশের অনুমান, এ বারের মহাকুম্ভে ৪০ কোটি পুণ্যার্থীর ভিড় হবে। আশা, রাজ্যের অর্থনীতিতেও এর ছাপ পড়বে। প্রত্যেকে যদি পাঁচ হাজার টাকা করেও খরচ করেন, তবে দু’লক্ষ কোটি টাকার হিসাবে পৌঁছনো যাবে। সূত্রের খবর, পুণ্যার্থীপিছু ১০ হাজার টাকা করে আয় হতে পারে উত্তরপ্রদেশ সরকারের। সে ক্ষেত্রে মোট আয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশাবাদী অনেকেই।

Advertisement

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ২০১৯ সালে অর্ধকুম্ভ রাজ্যের অর্থনীতিতে বড় ছাপ রেখেছিল। সে সময় সরকার আয় করেছিল এক লক্ষ কোটি টাকার বেশি। সে বার প্রায় ২৪ কোটি মানুষ ভিড় করেছিলেন প্রয়াগরাজে। সেই কথা মনে করিয়ে দিয়েই আদিত্যনাথ জানান, এ বারের মেলা থেকে আয়ের পরিমাণ আরও বাড়তে পারে। তা দু’লক্ষ কোটি ছাড়াবে আশা করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement