ফের মালদহে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের অভিযোগ। মৃত তৃণমূল কর্মী হাসান শেখ। আহত কালিয়াচকের অঞ্চল সভাপতি বকুল শেখ। হাসপাতালে ভর্তি আরও এক তৃণমূল কর্মী। কে বা কারা বকুলদের উপর হামলা চালালেন, তা জানা যায়নি। দলের একাংশের অভিযোগ, ঘটনার নেপথ্যে স্থানীয় নেতা জাকির শেখ।