বিমান বসুর জবাবে তৈরি হয়েছে ধোঁয়াশা। —ফাইল চিত্র।
আগামী শুক্রবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণ দিবস। ওই দিন নিউ টাউনে নির্মীয়মাণ জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের প্রথম ভবনের উদ্বোধন হবে। পরবর্তীতে সেখানেই তৈরি হবে প্রয়াত বসুর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিত্বদের নিয়ে গ্যালারি। সেই গ্যালারিতে কি থাকবেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নে স্পষ্ট কোনও জবাব দিলেন না প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বরং বিমানের জবাবে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের তরফেই মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডাকা হয়। সেখানে বিমানই জানান, যে গ্যালারি তৈরি হবে, তাতে শুধু বসু নন, তাঁর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিত্বকে জায়গা দেওয়া হবে। বসু যখন বাংলার মুখ্যমন্ত্রী, সেই পর্বে দীর্ঘ সময় বিরোধীনেত্রী ছিলেন মমতা। বিভিন্ন সময়ে মমতাকে দেখা যেত সল্টলেকে বসুর বাসভবনে যেতে। সেই প্রেক্ষিতেই বিমানকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘যে সব বিযয়গুলো রেলিভেন্ট (প্রাসঙ্গিক) থাকবে, সেগুলো নিশ্চয়ই থাকবে। ইরেলিভেন্ট (অপ্রাসঙ্গিক) বিযয় তো থাকে না। আজ না-হয় কাল আমরা চলে যাব। কিন্তু সমাজ সভ্যতার প্রগতির ধারা চলবেই।’’
বিমানের উদ্দেশে ফের জিজ্ঞেস করা হয়, তা হলে বর্তমান মুখ্যমন্ত্রী থাকবেন সেই গ্যালারিতে? প্রবীণ নেতা ফের ‘হ্যাঁ’ বা ‘না’-এ কোনও জবাব দেননি। তিনি বলেন, ‘‘এ ভাবে অনুমান করে কিছু বলতে পারছি না। যা প্রাসঙ্গিক, তা-ই থাকবে। আমরা অপ্রাসঙ্গিক কোনও বিষয়ে যাব না।’’
প্রত্যাশিত ভাবেই এ নিয়ে সিপিএমের উদ্দেশে কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘জ্যোতিবাবুকে নিয়ে গবেষণা সম্পূর্ণ করতে গেলে বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, যতীন চক্রবর্তীর প্রসঙ্গ, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের ইস্তফা, তৃণমূলের জন্ম এবং মমতাদির উত্থান সবই রাখতে হবে। শুধু জন্ম-মৃত্যুর তারিখ দিয়ে তো আর গবেষণা হয় না!’’
জ্যোতি বসু গবেষণা কেন্দ্রের তরফে জানানো হয়েছে, চার ধাপে কাজ হবে। প্রাথমিক ভাবে যে ভবনটি তৈরি হয়েছে, সেটি ছ’তলা হবে বলেও জানিয়েছেন বিমান। গত বছর ১৭ জানুয়ারি এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অধুনাপ্রয়াত সীতারাম ইয়েচুরি। শুক্রবার তা উদ্বোধন করবেন সিপিএমের পলিটব্যুরোর সমন্বয়ক প্রকাশ কারাট।