Fire breaks out in Mumbai

মুম্বইয়ের বস্তিতে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ, চলছে আগুন নেভানোর কাজ

সূত্রের খবর, বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) প্রথমে একে পয়লা স্তরের অগ্নিকাণ্ড বলে জানালেও পরে দ্বিতীয় স্তরের বলে চিহ্নিত করেছে। এখনও হতাহতের খবর মেলেনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৩ ২০:১০
Share:

সোমবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ আনন্দনগরে ঝুপড়িগুলিতে আগুন লাগে। ছবি: সংগৃহীত।

মুম্বইয়ের মালাডের বস্তিতে আগুন। সোমবার বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ আনন্দনগরে ঝুপড়িগুলিতে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সূত্রের খবর, বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) প্রথমে একে পয়লা স্তরের অগ্নিকাণ্ড বলে জানালেও পরে দ্বিতীয় স্তরের বলে চিহ্নিত করেছে।

Advertisement

মালাডে আগুনের কারণ এখনও জানা যায়নি। কী ভাবে আগুন লেগেছে, খতিয়ে দেখছে পুলিশ। তবে এখনও হতাহতের খবর মেলেনি।

সোমবার মুম্বইয়ে অন্য একটি জায়গাতেও আগুন লেগেছে। মুম্বইয়ের পশ্চিম যোগেশ্বরীর ওশিয়ারার আসবাবের বাজারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। পরে আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের খবর মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement