Food Poisoning at Assam Village

অসমে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবারে বিষক্রিয়া, অসুস্থ ২০০-রও বেশি মানুষ, চিকিৎসাধীন ৫৩ জন

শনিবার অনেকেই গোলাঘাটের পাসঘরিয়া গ্রামের ওই শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে জলখাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ২০০-রও বেশি মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৪ ২০:২৩
Share:

— প্রতিনিধিত্বমূলক ছবি।

অসমে শ্রাদ্ধের অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ২০০-রও বেশি মানুষ। শনিবার অসমের গোলাঘাট জেলায় ঘটনাটি ঘটেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫৩ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গোলাঘাটের সরুপাথার এলাকার পাসঘরিয়া গ্রামের ওই শ্রাদ্ধানুষ্ঠানে গিয়েছিলেন বহু মানুষ। শুরুতে অতিথিদের সকলকেই দেওয়া হয়েছিল মুড়ি এবং জলখাবার। কিন্তু কিছু ক্ষণ পরেই বাধে বিপত্তি। জলখাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ২০০-রও বেশি মানুষ। সকলেরই পেটে ব্যথা, মাথা ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থ ৫৩ জনকে অবিলম্বে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে দু’জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের যোরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, সকলেরই অবস্থা আপাতত স্থিতিশীল। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠানো হয়েছে। তবে কী থেকে খাদ্যে বিষক্রিয়া ছড়াল, তা এখনও জানা যায়নি। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রবিবার এলাকায় গিয়েছেন সরুপাথারের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ ফুকন। হাসপাতালে গিয়ে অসুস্থদের সঙ্গেও দেখা করেছেন তিনি। বিশ্বজিৎ জানিয়েছেন, কী থেকে খাদ্যে বিষক্রিয়া ছড়াল, জেলা প্রশাসনের তরফে তা খতিয়ে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement