Fitness Tips

রোজ দু’মিনিট সময় বার করলেই ঝরবে পেটের মেদ! তবে সঠিক নিয়ম মানলে তবেই মিলবে সুফল

শরীরচর্চার সঙ্গে সম্পর্ক না রাখার কারণে পেটের আনাচকানাচে জমছে মেদ! বাড়ছে ভুঁড়ি। অথচ হাতে মাত্র এক-দু’মিনিট সময় থাকলেই সেই ক্ষতি পূরণ করতে পারেন। ভাবছেন, কী ভাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮
Share:

দু’ মিনিটে কী ভাবে কমবে পেটের মেদ? ছবি: সংগৃহীত।

কর্মব্যস্ত জীবনে সারা দিনের দৌড়ঝাঁপের ঠেলায় খাওয়াদাওয়ার অনিয়ম, ডায়েটের তোয়াক্কা না করা আর শরীরচর্চার সঙ্গে সম্পর্ক না রাখার কারণে পেটের আনাচকানাচে জমছে মেদ! বাড়ছে ভুঁড়ি। অথচ হাতে মাত্র এক-দু’মিনিট সময় থাকলেই সেই ক্ষতি পূরণ করতে পারেন।

Advertisement

ভুঁড়ি কমাতে গেলে ঘণ্টার পর ঘণ্টা নানা রকম শরীরচর্চায় ডুবে থাকতে হবে এমনটা নয়। খাওয়াদাওয়ায় লাগাম টানা ও মিনিট পনেরো প্ল্যাঙ্কেই জব্দ হবে পেটের মেদ। পেট ও কোমরের পেশিকে শক্তিশালী করে তুলতে প্ল্যাঙ্ক দারুণ উপকারী। অফিস থেকে ফিরে প্ল্যাঙ্কের জন্য রাখুন মিনিট খানেক সময়। এতে কী কী উপকার পাবেন জানেন?

ভুঁড়ি কমানোর জন্য প্ল্যাঙ্ক অব্যর্থ। এর মধ্যে সবচেয়ে কার্যকর সাইড প্ল্যাঙ্ক। এটি নিয়মিত অভ্যাসের ফলে পেট ও কোমরের কোর পেশির শক্তি বাড়়ে। পেশি টান টান হয়, সঙ্গে মেদ জমে থাকার অবকাশও পায় না। এই জাতীয় প্ল্যাঙ্ক আসলে মেরুদণ্ডের ভিতরের পেশিগুলিরও জোর বাড়ায় ও শক্তপোক্ত করে মেদ ঝরাতে সাহায্য করে।

Advertisement

প্লাঙ্ক করার সময় ঘাড় তোলা ঠিক নয়। ছবি: শাটারস্টক।

প্ল্যাঙ্ক করার সময়ে কোন ভুলগুলি অনেকে করেন?

১) ব্যায়াম করতে করতে ঠিক সময়ে শ্বাস না ছাড়লে প্ল্যাঙ্ক করার উপকার মেলে না। তাই ঠিক কখন শ্বাস ছাড়বেন আর কখন শ্বাস নেবেন তা আগে ফিটনেসবিদের কাছ থেকে ভাল করে জেনে নিন।

২) প্ল্যাঙ্ক করতে করতে ঘাড় উঁচু করে তাকানো থাকা উচিত নয়। মাথা উপরে তুললেও হবে না। দৃষ্টি রাখতে হবে একেবারে মাটির দিকে। না হলে ভারসাম্য বজায় রাখা কঠিন।

৩) প্ল্যাঙ্ক করতে করতে হাঁটু ও পিঠ বেঁকিয়ে ফেলবেন না। তা হলেও ভারসাম্য নষ্ট হতে পারে। হাঁটু আর পিঠ থাকবে একেবারে টান টান। সঠিক পদ্ধতিতে প্লাঙ্ক করলে শ্রোণিদেশে টান অনুভব করতে পারবেন।

৪) প্ল্যাঙ্ক করলে শরীরের ব্যথা কমে যাবে কি? এ নিয়ে কিছুটা ভুল ধারণা আছে। তবে এতে আদতে কোনও উপকার হয় না। ব্যথা কমলে তবেই প্ল্যাঙ্ক করা উচিত। না হলে পেশিতে টান লাগার আশঙ্কা বেড়ে যায়।

৫) প্রথমেই কি এক-দু’মিনিট ধরে রাখতে পারবেন প্ল্যাঙ্ক? অনভ্যস্ত শরীর হলে সেই চেষ্টা ভুলেও নয়। বরং ১০ সেকেন্ড, ২০ সেকেন্ড করে ঘড়ি ধরে ছোট ছোট ভাগে ভাগ করে নিন সময়সীমা।

৬) প্ল্যাঙ্ক করার সময় শরীর যেন এক সরলরেখায় থাকে সেটা লক্ষ রাখতে হবে। অনেক সময় প্ল্যাঙ্ক করতে গিয়ে নিতম্ব উঁচু হয়ে যায়, সেই ক্ষেত্রে সচেতন হতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement