২০২০ সালের ৭ ফেব্রুয়ারি বালিকাকে ধর্ষণের পর খুন করা হয় বলে অভিযোগ। প্রতীকী ছবি।
৯ বছরের বালিকাকে ধর্ষণের পর খুন করার অপরাধে ২২ বছরের এক যুবককে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল গুজরাতের বিশেষ আদালত। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেও সোমবার নির্দেশ দিয়েছে আদালত।
২০২০ সালের ৭ ফেব্রুয়ারি গুজরাতের বলসাড় জেলার বাপি এলাকায় এক বালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে বিহারের বাসিন্দা পেশায় শ্রমিক প্রদীপ রাজেশ ওরফে রাজেন্দ্রের বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, বাপি এলাকায় বাড়িতে একা ছিল ওই বালিকা। তাঁর বাবা-মা এবং দাদা বাইরে গিয়েছিলেন। বাড়ি ফিরে বালিকাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তাঁরা বাবা। এই ঘটনার তদন্তে নামে পুলিশ। বালিকার ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল। এটা দেখেই সন্দেহ বাড়ে পুলিশের।
ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়, শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছে ওই বালিকার। ওই বালিকাকে ধর্ষণ করার কথা পরে জানা যায়। অপরাধের ৩ দিনের মাথায় গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। ওই বালিকা আত্মহত্যা করেছে বলে প্রথমে পুলিশের কাছে দাবি করেন অভিযুক্ত যুবক। পরে জেরায় খুনের কথা স্বীকার করেন তিনি।