খাদ্যে বিষক্রিয়ার জেরেই কি পড়ুয়ার অসুস্থ হয়ে পড়েছে? তা খতিয়ে দেখতে ওই আবাসিক স্কুলে পরিদর্শনে গিয়েছেন জেলা আধিকারিকেরা। প্রতীকী ছবি।
বমি, পেটব্যথা এবং ডায়েরিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হল কেরলের প্রায় ১০০ জন স্কুলপড়ুয়াকে। সেই জেলা স্বাস্থ্য দফতরের সন্দেহ, খাদ্যে বিষক্রিয়ার জেরে একসঙ্গে এত পড়ুয়া অসুস্থ হয়ে পড়েছে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে জেলা প্রশাসন।
ওয়েনাড জেলা প্রশাসন জানিয়েছে, অসুস্থদের বেশির ভাগই লক্কিঢী এলাকার জওহর নবোদয় বিদ্যালয় নামে একটি সরকারি আবাসিক স্কুলের পড়ুয়া। ওই স্কুলে মোট ৪৮৬ পড়ুয়া রয়েছে। শনিবার থেকে তাদের কয়েক জনের বমি এবং ডায়েরিয়ার সমস্যা দেখা দিয়েছিল। পরের ৩ দিনে অসুস্থ হয়ে পড়ে আশপাশের আরও পড়ুয়া। মঙ্গলবার অসুস্থদের সংখ্যা ছুঁয়েছে ৯৮।
খাদ্যে বিষক্রিয়ার জেরেই কি পড়ুয়ার অসুস্থ হয়ে পড়েছে? তা খতিয়ে দেখতে ওই আবাসিক স্কুলে পরিদর্শনে গিয়েছেন জেলা আধিকারিকেরা। স্কুলের রান্নাঘরও ঘুরে দেখেন তাঁরা। আধিকারিকদের দাবি, স্কুলের রান্নাঘরে কোনও বাসিপচা খাবার পাওয়া যায়নি। জেলার খাদ্য সুরক্ষা দফতরের এক আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘এই স্কুলে রান্না করা খাবার থেকে বিষক্রিয়া হলে এখানকার সব পড়ুয়াই অসুস্থ হয়ে পড়ত। তবে তা হয়নি। কী কারণে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ল, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।’’