স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। —প্রতীকী ছবি।
রাগের বশে স্ত্রীকে খুনের পর তাঁর মুণ্ড নিয়ে গ্রামের রাস্তায় ঘুরলেন এক যুবক। শুধু তাই নয়, পরে সেই মুণ্ড বাড়ির বারান্দায় ঝুলিয়ে রাখলেন তিনি। বৃহস্পতিবার এমন কাণ্ডই ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ।
‘ওড়িশা টিভি’ সূত্রে খবর, নিজেদের জমিতে চাষের কাজে গিয়েছিলেন দম্পতি। সেখানে তাঁদের মধ্যে বচসা বাধে। তার পরেই রাগের মাথায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর শিরশ্ছেদ করেন যুবক। এমনই অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক চন্দ্রশেখরকে আটক করেছে পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, খুনের পর খেত থেকে বাড়ির ফেরার সময় স্ত্রীর কাটা মুণ্ড হাতে নিয়ে যেতে দেখা যায় যুবককে। যা দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন পুলিশে। পরে দেখা যায়, বাড়ির বারান্দায় স্ত্রীর মুণ্ড ঝুলিয়ে রেখেছেন ওই যুবক। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।