Crime

স্ত্রীকে খুন করতে শ্বশুরবাড়ির দরজায় বিদ্যুতের তার জড়ালেন যুবক! ছুঁয়ে প্রাণ গেল শাশুড়ির

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার সাইখেদা গ্রামে। এই ঘটনার পর থেকেই পলাতক যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২ ১৪:৪৬
Share:

তড়িদাহত হয়ে মৃত্যু শাশুড়ির। প্রতীকী ছবি।

রাগের বশে স্ত্রীকে মেরে ফেলতে শ্বশুরবাড়ির লোহার দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রেখেছিলেন। কিন্তু সেই দরজা স্পর্শ করে তড়িদাহত হয়ে মৃত্যু হল শাশুড়ির। এমনই অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলায়।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেতুল জেলার সাইখেদা গ্রামে। এই ঘটনার পর থেকেই পলাতক যুবক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঠিক কী ঘটেছে? পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক রোজই মদ্যপান করে স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। গত রবিবার রাতে আবার ওই দম্পতির মধ্যে ঝগড়া হয়। তার জেরে রেগে গিয়ে বাপের বাড়ি চলে যান যুবকের স্ত্রী। এতে আরও চটে যান ওই যুবক। এর পর তিনি শ্বশুরবাড়িতে যান। সেখানেই রাগের বশে স্ত্রীকে হত্যার ছক কষেন ওই যুবক।

Advertisement

অভিযোগ, স্ত্রীকে খুন করতে শ্বশুরবাড়ির লোহার দরজায় বিদ্যুতের তার জড়িয়ে রাখেন যুবক। কিন্তু ওই দরজার সংস্পর্শে আসেন শাশুড়ি। তার জেরেই তড়িদাহত হয়ে মৃত্যু হয় ৫৫ বছর বয়সি মহিলার। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement