হাতঘড়ির বাক্সে ঘুঁটে!
চেয়েছিলেন হাতঘড়ি। বাড়িতে এল ঘুঁটে। অনলাইনে পণ্য কেনাবেচার একটি অ্যাপে হাতঘড়ির বরাত দিয়ে এমনই অভিজ্ঞতার শিকার হতে হল উত্তরপ্রদেশের এক মহিলাকে।
গত ২৮ সেপ্টেম্বর পণ্য কেনাবেচার অ্যাপে একটি হাতঘড়ির বরাত দিয়েছিলেন উত্তরপ্রদেশের কৌশাম্বির কাসেন্দ্র গ্রামের বাসিন্দা নীলম যাদব। ভাই রবীন্দ্র যাদবকে উপহার দেবেন বলেই ঘড়ি অর্ডার করেছিলেন নীলম। ন’দিন পর বাড়িতে আসে ওই ঘড়ি। ভাইকে চমক দেবেন বলে বাক্স না খুলেই অ্যাপ সংস্থার ডেলিভারি বয়কে ঘড়ির দামের তেরোশো টাকা মিটিয়ে দিয়েছিলেন নীলম। পরে ভাই এসে বাক্স খুলতেই দেখেন, ভিতরে কোনও ঘড়ি নেই। রয়েছে খানচারেক ঘুঁটে।
সংবাদমাধ্যম নবভারত টাইমস্ সূত্রে খবর, এর পর রবীন্দ্রই ওই ডেলিভারি বয়কে ফোন করে খুঁজে বার করেন। তাঁকে ঘুঁটে ফিরিয়ে দিয়ে ঘড়ির টাকা নিয়ে আসেন তিনি।
অতীতেও বহু গ্রাহক এই অভিজ্ঞতার শিকার হয়েছেন। সম্প্রতিই যশস্বী শর্মা নামে এক ব্যক্তি ল্যাপটপের বরাত দিয়ে কাপড় কাচার সাবান পেয়েছিলেন।