Tamilnadu

Bizarre: দোকানের সামনে রাখা ছিল বাইক, গাড়িসমেতই রাস্তা ঢালাই করে দিল পুরনিগম!

শিবার অভিযোগ, রাস্তা সারাইয়ের আগে তাঁকে কোনও খবর দেওয়া হয়নি। যদি আগে জানতেন, তা হলে মোটরসাইকেল অন্য কোথাও রেখে দিতেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুন ২০২২ ১৫:০৫
Share:

বাইকের চাকাসমেত ঢালাই করে দেওয়া হল রাস্তা। ছবি সৌজন্য ইন্ডিয়া টুডে।

দোকানের সামনে রাস্তায় মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখেছিলেন এক ব্যক্তি। সেই মোটরসাইকেল সমেতই ঢালাই করে দেওয়া হল রাস্তা! ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ভেলোরে।

Advertisement

ভেলোরের কালিগাম্বাল স্ট্রিটের বাসিন্দা শিবা সোমবার তাঁর মোটরসাইকেল নিজেরই দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে বাড়ি চলে গিয়েছিলেন। পর দিন সকালে দোকান খুলতে গিয়ে দেখেন তাঁর গাড়িটি যথাস্থানে রয়েছে ঠিকই, কিন্তু সেটির চাকাসমেত রাস্তা ঢালাই করে দেওয়া হয়েছে।

সকালে এমন দৃশ্য দেখে চমকে উঠেছিলেন শিবা মুরুগান। তাঁর ভাই যুবরাজের দাবি, সোমবার রাত ১১টা পর্যন্ত দোকানে ছিলেন তিনি। যত ক্ষণ ছিলেন, তত ক্ষণ পর্যন্ত ভেলোর পুরসভার কোনও কর্মীই রাস্তার কাজ করতে আসেননি। রাতেই এই ঢালাইয়ের কাজ হয়েছে বলে দাবি যুবরাজের।

Advertisement

শিবার অভিযোগ, রাস্তা সারাইয়ের আগে তাঁকে কোনও খবর দেওয়া হয়নি। যদি আগে জানতেন, তা হলে মোটরসাইকেল অন্য কোথাও রেখে দিতেন। তাঁর কথায়, “তাড়াহুড়োয় কাজ করার নমুনা এটি। ঠিকাদারকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনও উত্তর দেননি।”

ভেলোর পুরনিগমের কমিশনার অশোক কুমার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, “এই ধরনের ঘটনার কথা শুনে খুবই অবাক হয়েছি। এই ধরনের কাজই পুরনিগমের বদনাম করে। কোনও ভাবেই এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না। পুরনিগমের তরফে এই রাস্তা ঢালাইয়ের কোনও নির্দেশও দেওয়া হয়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement