হার ‘চুরির’ সেই দৃশ্য! ছবি সৌজন্য টুইটার।
নিজের ওজনের থেকে ২০ গুণ ভারী জিনিস তুলে নিয়ে যেতে পারে পিঁপড়ে।এটা বৈজ্ঞানিক সত্য।সেই শক্তিকেই কাজে লাগিয়ে সোনা ‘পাচার’ করল পিঁপড়ের দল! বিষয়টি শুনে অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা।
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি টুইটে শেয়ার করেছেন বনাধিকারিক সুশান্ত নন্দ। সেখানে দেখা যাচ্ছে, এক দল কালো পিঁপড়ে একটি বড় সোনার হার টেনে নিয়ে যাচ্ছে। বনাধিকারিক তাঁর শেয়ার করা এই ভিডিয়োয় রসিকতা করে লিখেছেন, ‘খুদে পাচারকারীর দল!’ যদিও এটি একটি পুরনো ভিডিয়ো। তবে ফের ভাইরাল হতেই দেড় লক্ষ বার দেখেছেন নেটাগরিকরা।
এক টুইটার গ্রাহক মজাচ্ছলে বলেছেন, ‘একটু চিনি দিয়ে দিলেই হত! সোনার হার ছেড়ে চিনি খেতে গেলেই হারটি উদ্ধার করা যেত।’ আর এক জন বলেছেন, ‘এটা টিম স্পিরিট। রানিকে এই হার উপহার দেবে বলে চুরি করছে ওরা!’ আরও এক টুইটার গ্রাহক বলেছেন, ‘প্রথমে দেখা প্রয়োজন পিঁপড়েগুলি পুরুষ না মহিলা। যদি মহিলা হয়, তা হলে ওদের অধিকার আছে এই হার নিয়ে যাওয়ার।’
বনাধিকারিক সুশান্ত ভিডিয়োটি পোস্ট করার পর লিখেছেন, ‘পিঁপড়েগুলিকে কোন ধারায় গ্রেফতার করবে পুলিশ?’