যুবককে পিটিয়ে খুনের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রতীকী ছবি।
নাবালিকার সঙ্গে গল্প করায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
পুলিশ সূত্রে খবর, পরিকল্পিত ভাবে ২০ বছরের যুবক গোবিন্দরাজুকে খুন করা হয়। গত রবিবার সকালে অনিল নামে এক অভিযুক্ত যুবক গোবিন্দরাজুকে বাড়ি থেকে ডেকে বাইকে করে নিয়ে যান। এর পর অন্য ৩ অভিযুক্ত লোহিত, ভরত এবং কিশোর অনিলের সঙ্গে যোগ দেন। তার পর গোবিন্দরাজুকে তাঁরা পিটিয়ে খুন করেন বলে অভিযোগ। খুনের পর গোবিন্দরাজুর দেহ লোহিতের গাড়িতে রাখা হয়। পরে তাঁর দেহ চারমুদিঘাট এলাকায় ফেলে দেওয়া হয়।
গোবিন্দরাজুর খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তাঁর পরিবার। দায়ের করা হয় নিখোঁজ ডায়েরি। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমে গোবিন্দরাজুর দেহ উদ্ধার করে পুলিশ। খুন করা হয়েছে বলে সন্দেহ করেন তদন্তকারীরা। তার পরই তদন্তে নেমে ওই ৪ যুবককে গ্রেফতার করে পুলিশ। এক নাবালিকার সঙ্গে গোবিন্দরাজুর ঘনিষ্ঠতা ছিল, আর তার জেরেই খুন বলে অনুমান।
তবে অভিযুক্তরা গোবিন্দরাজুর পরিচিত কি না, তা জানা যায়নি। নাবালিকার সঙ্গে কথা বলার কারণে কেনই বা গোবিন্দরাজুকে খুন করা হল, নিয়েও ধোঁয়াশা। ধৃত ৪ জনকে জেরা করা হচ্ছে। কী কারণে খুন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।