গ্যাস লিক করে রান্নাঘরে বিস্ফোরণ। উড়ে গিয়েছে দরজা, জানলা। পুড়ে গিয়েছে দেওয়াল, আসবাব। — নিজস্ব চিত্র।
সকালে রান্নাঘরে ঢুকে সবে সুইচ অন করেছিলেন। তার পরেই বিকট শব্দে বিস্ফোরণ। তাতে ঝলসে গেলেন ৫৪ বছরের মহিলা। চন্দননগরের ঘটনা। রানু রায় নামে ওই মহিলাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। মনে করা হচ্ছে, গ্যাস লিক করে এই দুর্ঘটনা হয়েছে।
চন্দননগর ফটকগোড়া এলাকার ওই বাড়ির দোতলায় শনিবার সকালে হয়েছে বিস্ফোরণ। শব্দ পেয়ে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা এসে দেখেন, প্রবীণা আগুনে ঝলসে গিয়েছেন। রান্নাঘরের দরজা-জানালা ভেঙে গিয়েছে। দেওয়াল থেকে তার দিয়ে সুইচবোর্ড ঝুলছে। আহতকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ওই বাড়িতেই থাকেন মিঠু রায়। তিনি সম্পর্কে আহত রানুর জা হন। তাঁর কথায়, ‘‘আমার বড় জা রানু রায় রান্নাঘরে ঢুকে লাইট জ্বালানোর জন্য সুইচ টিপতেই বিস্ফোরণ হয়। চারটে দরজা, দুটো জানালা ভেঙে যায়। জায়ের শরীর ঝলসে যায়।’’ তিনি আরও জানিয়েছেন, শুক্রবারই নতুন গ্যাস সিলিন্ডার দিয়ে গিয়েছিলেন কর্মী। তিনি মনে করছেন, গ্যাসের রেগুলেটর হয়তো ভাল করে বন্ধ করা হয়নি। সেখান থেকে গ্যাস লিক করে। মিঠুর কথায়, ‘‘সারা রাত রান্নাঘরের দরজা-জানালা বন্ধ ছিল। সে কারণে গ্যাস লিক করার গন্ধও মেলেনি। শনিবার সকালে আলোর সুইচ অন করতেই বিস্ফোরণ হয়। যদিও গ্যাস সিলিন্ডারটি অক্ষত রয়েছে। তার নবটি ফেটে গিয়েছে।’’ স্থানীয়েরাও মনে করছেন, সারা রাত গ্যাস লিক করেছিল। সুইচ অন করতেই বিস্ফোরণ হয়।