Arrest

গাড়িতে ৪০ কেজি গাঁজা! নয়ডায় গ্রেফতার যুবক, চক্রের খোঁজে পুলিশ

বুধবার নয়ডার বিশরাখ থানার কাছে চিপিয়ানা আন্ডারপাসের কাছে ধরা পড়ে গাড়িটি। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করা হয়। তারপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৭ কেজি ৪৭০ গ্রাম গাঁজা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৫৬
Share:

এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। প্রতীকী ছবি।

নয়ডার রাস্তায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার তার কাছ থেকে ৩৫ কেজিরও বেশি গাঁজা পাওয়া গিয়েছে। যার বাজার দর কম করে আড়াই লক্ষ টাকা।

Advertisement

বুধবার নয়ডার বিশরাখ থানার কাছে চিপিয়ানা আন্ডারপাসের কাছে ধরা পড়ে গাড়িটি। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করা হয়। তারপর তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৩৭ কেজি ৪৭০ গ্রাম গাঁজা।

পুলিশ জানিয়েছে গাড়িটিতে জাল নম্বর প্লেট লাগানো ছিল। গাড়ির চালকের আসনে ছিলেন ৩৫ বছরের এক যুবক। নাম মুন্না ঝা। বিহারের সমস্তিপুরের বাসিন্দা ওই গাঁজা চালান করছিলেন নয়ডার টিগরি থেকে। সেই গাঁজা কোথায় চালান করা হচ্ছিল, কারাই বা এর নেপথ্যে জড়িত, জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মাদকপাচরকারীকেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement