জোড়া খুনের অভিযোগে কর্নাটকে গ্রেফতার অভিযুক্ত। —প্রতীকী চিত্র।
১৫ বছরের ছোট প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন যুবক। কিশোরীর পরিবার তাতে রাজি হয়নি। তার জেরে কিশোরীর মা এবং ভাইকে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি কর্নাটকের বেলাগাভি জেলার নিপানি তালুকের ঘটনা। সেখানেই একটি বাড়ি থেকে ৪৫ বছরের মহিলা এবং তাঁর ১৮ বছরের পুত্রের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। গ্রামের লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই মহিলার নাবালিকা কন্যার সন্ধান পাওয়া যাচ্ছিল না। তার বিপদের আশঙ্কা করে তৎপর হয় পুলিশের একটি দল। পরে ওই গ্রামেরই অন্য একটি বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। সেখান থেকে ধরা পড়েন অভিযুক্তও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্তের। তার বাড়িতে একাধিক বার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু দু’জনের বয়সের ফারাকের কারণে বিয়েতে ‘না’ করে দেন কিশোরীর মা। ঘটনার দিন এ বিষয়ে শেষ বার কথা বলতে গিয়েছিলেন অভিযুক্ত। বিয়েতে রাজি না হওয়ায় মহিলা এবং তাঁর পুত্রকে খুন করেন তিনি। তার পর কিশোরীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। গ্রাম ছাড়ার আগেই অবশ্য পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছেন তিনি।
কিশোরীকে উদ্ধার করে আপাতত একটি হোমে রেখেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকেরা। কী কারণে, কী ভাবে তিনি জোড়া খুন করলেন, আগে থেকে এই খুনের পরিকল্পনা করে রেখেছিলেন কি না, অন্য কোনও আক্রোশ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।