Crime

হোটেলের চারতলা থেকে প্রেমিকাকে ছুড়ে ফেললেন যুবক, সঙ্কটজনক তরুণী, ধৃত অভিযুক্ত

অভিযুক্ত যুবক বিহারের ধানবাদের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ (২) এবং ১০৯ নম্বর ধারায় ইচ্ছাকৃত আঘাত এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ১৬:৩৬
Share:

তরুণীর বাবার অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। প্রতীকী ছবি।

প্রেমিকাকে হোটেলে নিয়ে গিয়ে চারতলা থেকে ছুড়ে ফেলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর চেতগঞ্জ থানা এলাকায়। তরুণীর অবস্থা সঙ্কটজনক। শুক্রবারই তরুণীর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক বিহারের ধানবাদের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ (২) এবং ১০৯ নম্বর ধারায় ইচ্ছাকৃত আঘাত এবং খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। চেতগঞ্জের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার গৌরব কুমার জানিয়েছেন, অভিযুক্তকে জেরা করা হচ্ছে। কেন তিনি প্রেমিকাকে ছুড়ে ফেলে দিয়েছেন, নেপথ্যে কারণ কী, তা জানার চেষ্টা চলছে।

সঙ্কটজনক অবস্থায় তরুণীকে বারাণসীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তরুণীর বাবার দাবি, তাঁর কন্যা বারাণসীতে পাঁচ দিন আগে একটি অনুষ্ঠানে এসেছিলেন। তাঁকে অনুসরণ করে অভিযুক্ত যুবকও বারাণসীতে হাজির হন। তার পর তরুণীকে একটি হোটেলে নিয়ে গিয়ে আটকে রাখেন। তরুণী বারাণসীতেই একটি কলেজে পড়াশোনা করেন। কলেজের সামনে থেকেই তাঁকে জোর করে হোটেলে নিয়ে যান তাঁর প্রেমিক। জেরায় পুলিশ জানতে পারে, হোটেলেই দু’জনের মধ্যে বচসা হয়। অভিযোগ, তার পরই তরুণীকে হোটেলের চারতলা থেকে ছুড়ে ফেলে দেন যুবক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement