Crime

মাদকাসক্ত ভাইকে হাতুড়ি দিয়ে মেরে খুন করলেন যুবক, দেহ লোপাটে সাহায্য করলেন বাবা!

ভাইকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। খুনের পর দেহ লোপাটে সাহায্য করেন তাঁদের বাবা। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ১৭:০৪
Share:

মাদকাসক্ত ভাইকে হাতুড়ি দিয়ে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

মাদক সেবন করে বাড়িতে প্রায়ই অশান্তি বাধাতেন ভাই। রাগে ভাইকে হাতুড়ি দিয়ে খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। দেহ লোপাটে সাহায্য করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবকের বাবাকেও। ঘটনাটি ঘটেছে দিল্লির মঙ্গলপুরি এলাকায়।

Advertisement

ভাইকে খুনের পর ললিত কুমার নামে ওই যুবক নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। তার পরই তাঁকে জেরা করে গোটা ঘটনার কথা জানতে পারে পুলিশ। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাত ২টো ১৫ মিনিটে থানায় গিয়ে ভাইকে খুনের কথা জানান ললিত। অভিযোগ, ললিতের ভাই জয়কিষান ওরফে জয়চাঁদ (২৩) মাদকাসক্ত ছিলেন। অভিযোগ, মাদক সেবন করে প্রায়ই বাড়িতে ঝামেলা করতেন তিনি। বাবা-মায়ের কাছে টাকাও চাইতেন। গত ১২ ডিসেম্বর মাকে মারধর করেন তাঁর ভাই, পুলিশকে এমনটাই জানিয়েছেন ললিত। এর পরই তাঁদের মা বাড়ি ছেড়ে চলে যান।

Advertisement

এই ঘটনার পরে যুবকের বাবা ওমপ্রকাশ ও তাঁর আরও এক ভাই আকাশ কাজের সূত্রে বাড়ির বাইরে যান। সেই সুযোগেই হাতুড়ি দিয়ে জয়কিষানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ললিতের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জয়কিষানের। প্রথমে বিছানার নীচে দেহ লুকিয়ে রেখেছিলেন ললিত। পরে বাবাকে খুনের কথা জানান তিনি। পরে ভাইয়ের দেহ একটি পার্কে ফেলে দেন ওই যুবক। এ ঘটনা জানতে পেরে বাড়িতে ফেরেন তাঁদের মা। মায়ের কথাতেই পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই যুবক।

পার্ক থেকে নিহত যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। ললিতের আরও এক ভাই আকাশের বয়ানের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে। খুনে ব্যবহৃত হাতুড়ি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement