জলের বোতলের সর্বোচ্চ দাম (এমআরপি) যা ছিল, যাত্রীর কাছ থেকে তার থেকে ৫ টাকা অতিরিক্ত নেওয়ার অভিযোগে আইআরটিসির এক ঠিকাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করল রেল। ঘটনাটি অম্বালা ডিভিশনের।
এমআরপি থেকে কেন ৫ টাকা অতিরিক্ত নেওয়া হল, এ প্রসঙ্গে আইআরটিসির বিরুদ্ধে অভিযোগ জানান এক যাত্রী। তার পরই ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয় রেল। হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, লখনউ-চণ্ডীগড়-লখনউ (১২২৩১/৩২) ট্রেনের এক যাত্রীর সঙ্গে এমন ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশের এক ঠিকাদারের গত ১ ডিসেম্বর চুক্তি করে আইআরটিসি। ১৭ ডিসেম্বর এই চুক্তি শেষ হওয়ার কথা।
ওই প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার শিবম ভট্ট নামে এক ব্যক্তি চণ্ডীগড় থেকে শাহজাহানপুরে যাচ্ছিলেন। টুইটে একটি ভিডিয়ো পোস্ট করে রেলের কাছে অভিযোগ করেন, দীনেশ নামে এক ব্যক্তি তাঁর কাছ থেকে একটি জলের বোতলের দাম ১৫ টাকার পরিবর্তে ২০ টাকা নেন। কিন্তু বোতলের গায়ে এমআরপি লেখা ছিল ১৫ টাকা।
শিবমের অভিযোগ পাওয়ার পরই দীনেশের ম্যানেজার রবিকুমারকে ভারতীয় রেলের ১৪৪ ধারা অনুযায়ী গ্রেফতার করা হয়। ওই ঠিকাদারকে জরিমানা করার জন্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনদীপ ভাটিয়াকে পরামর্শ দেয় আইআরটিসি। তিনি জানিয়েছেন, ঠিকাদারের লাইসেন্স এবং তথ্য খতিয়ে দেখার পর ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে আইআরটিসির আঞ্চলিক ম্যানেজারকে জানানো হয়েছে।