প্রতীকী ছবি।
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স! দেশে আরও এক আক্রান্তের হদিস পাওয়া গেল। আবারও কেরলের এক বাসিন্দা এই ভাইরাসে সংক্রমিত হলেন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মাঙ্কি ভাইরাসে আক্রান্তের সংখ্যা হল সাত।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওই যুবকও সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফিরেছেন। এই খবর জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ। বর্তমানে ৩০ বছর বয়সি ওই যুবককে মলপ্পুরমের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত ২৭ জুলাই কোঝিকোড় বিমানবন্দরে নামেন তিনি। কেরলে এই নিয়ে পাঁচ জন সংক্রমিত হলেন।
মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে কেরলে। ত্রিশূরে মাঙ্কিপক্সে সংক্রমিত হয়ে ২২ বছর বয়সি এক যুবকের মৃত্যু হয়েছে। সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ওই যুবক ফেরেন বলে জানা যায়। কেরল ছাড়াও দিল্লিতে মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। রাজস্থান, হায়দরাবাদে মাঙ্কিপক্স উপসর্গ দেখা গিয়েছে কয়েক জনের শরীরে।