ফের অশান্ত জেএনইউ চত্বর। ছবি: টুইটার থেকে নেওয়া।
ফের অশান্তি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) চত্বরে। তবে যুযুধান দুই ছাত্র সংগঠনের বিবাদ নয় এ বার সংঘর্ষ ছাত্র বনাম বিশ্ববিদ্যালয় কর্মচারীদের একাংশের মধ্যে।
সোমবার দু’তরফের সংঘর্ষে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে খবর। ছাত্রদের একাংশের অভিযোগ, বৃত্তির (স্কলারশিপ) প্রাপ্য টাকা চাইতে গেলে কর্মচারীদের একাংশ দুর্ব্যবহার করেন কয়েক জন ছাত্রের সঙ্গে। তারই জেরে গোলমাল বাধে। বাম ছাত্র সংগঠনগুলির একাংশের পাশাপাশি সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তরফেও কয়েক জন কর্মচারীর বিরুদ্ধে খারাপ ব্যবহারের অভিযোগ তোলা হয়েছে।
অন্য দিকে, কর্মচারীদের তরফে কয়েক জন ছাত্র এবং গবেষণা-সহকারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অশান্তি বাধানোর চেষ্টা করার পাল্টা অভিযোগ তোলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত এপ্রিলে রামনবমীর দিনে জেএনইউর কাবেরী হস্টেলে আমিষ খাওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন বাম ও বিজেপি সমর্থক ছাত্রেরা।