Nadia Gang rape Case

প্রেম প্রস্তাবে না! তরুণীকে তুলে নিয়ে গিয়ে ‘গণধর্ষণ’ নদিয়ায়, পলাতক অভিযুক্ত যুবক এবং তাঁর বন্ধুরা

বার বার প্রেমের প্রস্তাবেও সাড়া দেননি তরুণী! ‘প্রতিশোধ’ নিতে তাঁকে রাস্তা থেকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৩
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বার বার প্রেমের প্রস্তাবেও সাড়া দেননি তরুণী! ‘প্রতিশোধ’ নিতে তাঁকে রাস্তা থেকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবক ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরে এ নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্তদের কেউই এখনও ধরা পড়েননি।

Advertisement

কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি মুত্তাকিনুর রহমান বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। যথোপযুক্ত পদক্ষেপ করা হয়েছে। তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’’

পুলিশ সূত্রে খবর, ‘নির্যাতিতা’ জানিয়েছেন, ধর্ষকদের মধ্যে পূর্বপরিচিত এক যুবক ছিলেন। কয়েক বছর ধরে ওই যুবক তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু কখনওই তরুণী প্রেমের প্রস্তাবে সাড়া দেননি। তরুণীর অভিযোগ, গত ৭ ডিসেম্বর জিম থেকে বাড়ি ফেরার পথে তাঁকে একটি পরিত্যক্ত বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন কয়েক জন। দফায় দফায় ধর্ষণের পর তরুণীকে সেখানে ফেলে রেখে চলে যান তাঁরা। পরে তরুণীই কোনও ক্রমে সেখান থেকে নিজের বাড়িতে ফেরেন। শুধু তা-ই নয়, ওই ঘটনার পর থেকে তরুণীর পরিবারকে লাগাতার হুমকি দেওয়া হয়েছে, যার জেরে তরুণী মানসিক অবসাদগ্রস্তও হয়ে পড়েছিলেন। অবশেষে তিনি বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

Advertisement

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সেই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। তরুণীর ফোনকল লিস্টও পরীক্ষা করে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement