CSIR-CECRI Recruitment 2024

কেন্দ্রীয় সংস্থার শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শর্তাবলি কী?

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর অধীনস্থ সংস্থায় ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৬
Share:

সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্টায়ত্ত সংস্থায় চাকরির সুযোগ। সংশ্লিষ্ট সংস্থায় বিভিন্ন পদে কর্মী প্রয়োজন। নিয়োগ করা হবে সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ চারটি।

Advertisement

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আলাদা করে কোনও আবেদনপত্র পাঠাতে হবে না। সরাসরি প্রতিষ্ঠানের ঠিকানায় উপস্থিত থাকতে হবে। সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি রাখা আবশ্যক।

সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে রসায়নে পিএইচডি সম্পূর্ণ করেছেন এবং অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। কাজের মেয়াদ ৩১ মার্চ, ২০২৫ পর্যন্ত। মাসে পারিশ্রমিক বাবদ মিলবে ৪২ হাজার টাকা।

Advertisement

প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তবে, যাঁরা মেকানিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হয়েছেন, কিংবা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, তাঁরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে কাজের মেয়াদ ২০২৬ পর্যন্ত ধার্য করা হয়েছে। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে মিলবে ২০ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা।

আগ্রহীদের ২৭ ডিসেম্বর সেন্ট্রাল ইলেক্ট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে উপস্থিত থাকতে হবে। নিয়োগের শর্তাবলি সম্পর্কে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement