kashmir

kashmir: কাশ্মীরে অনুপ্রবেশ রুখল সেনা, নিকেশ এক জঙ্গি, শহিদ এক জওয়ানও

কাশ্মীরের কুপওয়ারায় অনুপ্রবেশ রুখল সেনা। নিকেশ এক জঙ্গি। শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও। উদ্ধার প্রচুর অস্ত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৮:৪৭
Share:

সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি। — ফাইল ছবি।

কাশ্মীর সীমান্তে অনুপ্রবেশ রুখল সেনা। শুক্রবার সকালে কুপওয়ারায় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চলছিল। কারনাহ্ সেক্টরের গুরান নাল্লাহ্ আমরোহির ঘটনা। সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ানও।

Advertisement

ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল, তিনটি একে ম্যাগাজিন, ২০০ একে রাউন্ড, তিনটি পিস্তল, চারটি পিস্তল ম্যাগাজিন, চারটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে।

এএনআইয়ের রিপোর্ট বলছে, এ বছর গত মঙ্গলবার পর্যন্ত ১২৫ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দাদের রিপোর্ট, জম্মু ও কাশ্মীরে এখনও সক্রিয় ১৪১ জঙ্গি। তাদের মধ্যে ৮২ জনই অন্য দেশ থেকে অনুপ্রবেশ করেছে। স্থানীয় ৫৯ জন জঙ্গিকে নিয়োগ করেছে লস্কর-এ-তইবা, হিজবুল মুজাহিদিন, জইশ-এ-মহম্মদের মতো জঙ্গি গোষ্ঠী।

Advertisement

শুধু জুনেই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরে ৩৪ জন জঙ্গিকে ধরা হয়েছে। তাদের মধ্যে ২৮ জন স্থানীয়। ছ’জন ভিন্‌দেশের। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য পাক অধিকৃত কাশ্মীরে ঘাপটি মেরে রয়েছে ২০০ জঙ্গি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement