সইফকে নিয়ে কী জানালেন সোহা? ছবি: সংগৃহীত।
ক্ষত গভীর, তবে সইফ এখন স্থিতিশীল। শুক্রবারেই তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউ থেকে সাধারণ শয্যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, আলাদা কেবিনে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে তাঁর জন্য। সেখানেই ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন। ছুটি পেলে বাড়ি গিয়ে টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। কোনও রকম নড়াচড়া চলবে না। তাঁর শরীরে একাধিক আঘাত এবং সেগুলি গুরুতর, যার মধ্যে একটি মেরুদণ্ডের খুব কাছে। বেশি নড়াচড়া মানেই সেখান থেকে রক্তপাতের আশঙ্কা রয়েছে। সংক্রমণও ছড়াতে পারে।
এর মাঝে জানা গিয়েছে, পুলিশের হাতে ধরা পড়েছে অভিনেতার উপর হামলাকারী দুষ্কৃতী। অবশেষে পরিবারের তরফ থেকে মুখ খুললেন বোন সোহা আলি খান। দাদাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে দু’বেলা নিয়ম করে দেখা করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি সইফের স্বাস্থ্যের প্রসঙ্গে সোহা বলেন, ‘‘আমরা খুব খুশি যে, দাদা চিকিৎসায় সাড়া দিচ্ছে, দ্রুত সেরে উঠছে। আমরা খুবই ভাগ্যবান, যা হয়েছে তার থেকে আরও বেশি খারাপ কিছু হয়নি।’’ সইফ এই মুহূর্তে চিকিৎসাধীন লীলাবতী হাসপাতালে। খুব ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্য ছাড়া আর কেউ নবাব-পুত্রের কাছে পৌঁছতে পারছেন না। জখম অবস্থাতেও যে ভাবে হাসপাতালে ঢোকেন তিনি, তাতে অভিনেতার সাহসিকতার তারিফ করছেন তাঁর চিকিৎসকেরাও।