Death

Student Killed: চণ্ডীগড়ের স্কুলে গাছ পড়ে মৃত ছাত্রী, জখম আরও ১৯

স্কুলে গাছ পড়ে মারা গেল ১৬ বছরের এক ছাত্রী। আহত আরও ১৮ ছাত্রী এবং এক শিক্ষাকর্মী। চণ্ডীগড়ের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৭:৩৪
Share:

গাছ পড়ে মারা গেল ১৬ বছরের এক ছাত্রী। — ছবি টুইটার থেকে।

স্কুলে গাছ পড়ে প্রাণ হারালেন এক ছাত্রী। চণ্ডীগড়ের সেক্টর ৯-এর কারমেল কনভেন্ট স্কুলের ঘটনা। স্কুলটি শহরের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান।

Advertisement

স্কুল চলছিল। সে সময় পড়ে যায় গাছটি। আহত হন মোট ১৯ জন ছাত্রী এবং এক মহিলাকর্মী। তড়িঘড়ি ১৬ বছরের এক ছাত্রীকে পিজিআইএমইআর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ১১ জনের চোট সামান্য। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। চার জনকে ফর্টিস হাসপাতালে এবং দু’জনকে মুকুট হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা স্থিতিশীল। এক ছাত্রী এবং এক শিক্ষাকর্মীকে অন্য হাসপাতাল থেকে পিজিআইএমইআরে পাঠানো হয়েছে। নজর রাখছেন চিকিৎসকরা।

কারমেল কনভেন্ট স্কুলের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছেন চণ্ডীগড়ের স্বরাষ্ট্রসচিব, ডেপুটি কমিশনার, বন দফতরের কর্তা। বন দফতর এবং পুরসভার আধিকারিকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তাই শহরের অন্য স্কুল পরিদর্শনে যাবেন ওই কমিটির সদস্যরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement