প্রেমিকাকে গলা টিপে খুনের অভিযোগ তরুণের বিরুদ্ধে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
২৩ বছরের তরুণীকে গলা টিপে খুনের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তরুণীর মৃত্যুকে যাতে আত্মহত্যা বলে মনে করে পুলিশ, সেই চেষ্টাও করেছিলেন তিনি। দিল্লির ঘটনা। শেষ পর্যন্ত শাকির নামে ২৬ বছরের ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় অভিযুক্ত খুনের কথা স্বীকার করেছেন শাকির। তিনি দাবি করেছেন, সানিয়া নামে ওই তরুণীর অন্য কারও সঙ্গে সম্পর্ক ছিল বলে সন্দেহের বশে তাঁকে খুন করেছেন।
শাকির দিল্লির ধোবি ঘাটের বাসিন্দা। দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ডেলিভারি বয়ের কাজ করতেন তিনি। গত শুক্রবার থানায় ফোন করে এক যুবক জানান, তাঁর ভাইঝি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মেঝেতে পড়ে রয়েছে সানিয়া নামে ওই তরুণীর দেহ।
পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর-পশ্চিম) ভীষম সিংহ জানিয়েছেন, সানিয়ার গলায় একটি ওড়না জড়ানো ছিল। তার একটি অংশ সিলিং ফ্যানে ঝুলছিল। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তার পরেই কিছু বিষয় নিয়ে খটকা লাগে পুলিশের। তদন্ত করে দেখা যায়, ছাদ দিয়ে ঘরে নেমেছিলেন শাকির। তাঁকে গ্রেফতার করে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেন যে, সানিয়ার সঙ্গে ঝগড়া হয়েছিল তাঁর। এর পরেই সানিয়াকে গলা টিপে খুন করেন তিনি। তার পরে গলায় ওড়না জড়িয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সে সময় দরজায় ধাক্কা দেন এক জন। তখনই ভয়ে সেখান থেকে পালিয়ে যান শাকির।